ভারত-পাকিস্তান ম্যাচ একদা প্রতিদ্বন্দ্বিতা থাকত, কড়া টক্কর থাকত মাঠের ভিতরে। তবে সেই সব এখন অতীত। চলতি এশিয়া কাপেও এই নিয়ে পরপর দু'বার অনায়াসে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় দল। এখন ভারত-পাক ম্যাচ ঘিরে যত উত্তেজনা, সব মাঠের বাইরে। মাঠে ভারতীয় দল একতরফা ভাবে পাকিস্তানের ওপর দাদাগিরি চালায়। এই আবরে ভারত-পাক ম্যাচকে 'রাইভ্যালরি' বলতে নারাজ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। গতকাল সাংবাদিক সম্মেলনে এই নিয়ে হাসতে হাসতে পাকিস্তানের ক্রিকেট দলের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে যান সূর্যকুমার। (আরও পড়ুন: ভরা মাঠে ভারতীয় সেনাকে চরম অপমান হারিস রউফের, দর্শকরাই দিলেন কড়া জবাব)
উল্লেখ্য, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জয়ের মধ্য দিয়ে সুপার-৪ পর্ব শুরু করেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে জিতেছে। গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও পাকিস্তানকে হারাতে কোনও সমস্যার সম্মুখীন হয়নি ভারত। এরই সঙ্গে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে ১২তম বার হারিয়েছে। আর ভারত হেরেছে মাত্র ৩ বার। সেই নিরিখে ভারত ১২-৩ ব্যবধানে এগিয়ে। এই একতরফা জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সাফ জানিয়ে দিয়েছেন, ভারত বনাম পাক ম্যাচটি এখন আর প্রতিদ্বন্দ্বিতার (রাইভ্যালরি) পর্যায়ে পড়ে না। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'এটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা বন্ধ করুন।'
সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব বলেন, 'আমি একটা কথা বলতে চাই। আমি মনে করি আপনাদের এই প্রশ্নগুলি করা বন্ধ করা উচিত... প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। কারণ প্রতিদ্বন্দ্বিতা... স্ট্যান্ডার্ড প্রতিদ্বন্দ্বিতা একই জিনিস ... একটি দল ভালো খেলুক বা না খেলুক। আমার মতে, যদি দুটি দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং তাদের স্কোর ৭-৭ হয় বা একটি দল ৮-৭ ব্যবধানে এগিয়ে থাকে, তবে এটিকে ভালো ক্রিকেট খেলা বা প্রতিদ্বন্দ্বিতা বলা হয়। ১৩-০, ১০-১... আমি জানি না স্ট্যাট কী... কিন্তু এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।'
উল্লেখ্য, গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দল শুরুতে আক্রমণ শানিয়েছিল। ফখর জামান ও সাহিবজাদা ফারহান (৫৮) প্রথম উইকেটে ছোটখাটো ঝড় তোলেন। হার্দিক পান্ডিয়ার হাতে এই জুটি ভেঙে ভারত প্রথম সাফল্য পায়। এর পরে সইয়ম আয়ূব এবং ফারহানের জুটি ১০ ওভারে ৯১ রানে নিয়ে যায় পাকিস্তানকে। তখন মনে হচ্ছিল পাকিস্তানও ২০০ স্কোর করতে পারে। কিন্তু শিবম দুবে এসে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সইয়ম ও সাহিবজাদা ফারহানের মতো দুটি বড় উইকেট নেন দুবে। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা (৭৪) এবং শুভমান গিলের (৪৭) জুটি টিম ইন্ডিয়াকে ঝড় তোলেন মাঠে। প্রথম উইকেটে দু'জনে মিলে ৯.৫ ওভারে ১০৫ রান যোগ করেন। এরপর বাকি ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। শেষে তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।