পাকিস্তানকে এককথায় উড়িয়ে দিয়ে সুপার ৪-এর যাত্রা শুরু করেছে ভারত। সেই জয়তে উল্লেখযোগ্য অবদান ওপেনার শুভমন গিলের। এরই সঙ্গে ম্যাচ জেতানো পারফর্ম্যান্স দিয়েছেন অপর ওপেনার অভিষেক শর্মা। পঞ্জাবের এই দুই তরুণ তুর্কি মাঠে পাকিস্তানিদের ব্যাট এবং মুখ দিয়ে কড়া কড়া জবাব দিয়েছেন। আর ম্যাচ শেষেও সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের নাম না করে ট্রোল করলেন দু'জনেই। ম্যাচের মুহূর্তের ছবি দিয়ে সংক্ষিপ্ত বার্তায় দুই তারকাই পাকিস্তানকে খোঁচা মারলেন।
শুভমন গিল নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'খেলাই কথা বলে, শব্দ নয়'। এদিকে অভিষেক শর্মা আবার নিজের পোস্টে লেখেন, 'তোমরা বরং কথা বলো, আমরা ম্যাচ জিতি।' উল্লেখ্য, গতকাল শাহিন আফ্রিদি থেকে শুরু করে হারিস রউফ ভারতীয় ব্যাটারদের উত্তক্ত করার চেষ্টা করেছিলেন। তবে ভারতীয় ব্যাটাররা বাউন্ডারিতে বল পাঠিয়ে তার জবাব দিয়েছিলেন। আর মাঝে মাঝে ওদের ভাষাতেই পালটা জবাব দিয়েছিলেন অভিষেক-শুভমনরা। এদিকে পাক বোলারদের নিয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে অভিষেক বলেছিলেন, 'আজ ব্যাপারটা খুব সহজ ছিল। কোনও কারণ ছাড়াই যেভাবে আমাদের দিকে তেড়ে আসছিল, সেটা আমার একদমই পছন্দ হয়নি। একমাত্র এভাবেই (ব্যাটিং) আমি ওদের ওষুধ দিতে পারতাম।'
উল্লেখ্য, গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দল শুরুতে আক্রমণ শানিয়েছিল। ফখর জামান ও সাহিবজাদা ফারহান (৫৮) প্রথম উইকেটে ছোটখাটো ঝড় তোলেন। হার্দিক পান্ডিয়ার হাতে এই জুটি ভেঙে ভারত প্রথম সাফল্য পায়। এর পরে সইয়ম আয়ূব এবং ফারহানের জুটি ১০ ওভারে ৯১ রানে নিয়ে যায় পাকিস্তানকে। তখন মনে হচ্ছিল পাকিস্তানও ২০০ স্কোর করতে পারে। কিন্তু শিবম দুবে এসে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সইয়ম ও সাহিবজাদা ফারহানের মতো দুটি বড় উইকেট নেন দুবে। শেষ পর্যন্ত পাকিস্তান ২০ ওভারে ১৭১ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা (৭৪) এবং শুভমান গিলের (৪৭) জুটি টিম ইন্ডিয়াকে ঝড় তোলেন মাঠে। প্রথম উইকেটে দু'জনে মিলে ৯.৫ ওভারে ১০৫ রান যোগ করেন। এরপর বাকি ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। শেষে তিলক ভার্মা ১৯ বলে ৩০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন।