রুপোলি পর্দায় ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক এবং স্বামীকে মেলাচ্ছেন সঞ্জয় লীল বনশালি। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে একসঙ্গে প্রথমবার স্ক্রিন ভাগ করলেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। দুজনের বন্ধুত্ব জমে ক্ষীর। রবিবার একফ্রেমে ধরা দিলেন বলিউডের হার্টথ্রব দুই নায়ক।
'মেরা দেশ পেহেলে: দ্য আনটোল্ড স্টোরি অফ শ্রী নরেন্দ্র মোদী'র স্ক্রিনিংয়ে পাশাপাশি পাওয়া গেল রণবীর-ভিকিকে। কাকতালীয়ভাবে দুই অভিনেতার পরনেই এদিন কালো স্যুট, একসাথে পাপারাজ্জিদের জন্য হাসিমুখে পোজ দিলেন দুজনে। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি প্রখ্যাত গীতিকার এবং লেখক মনোজ মুনতাশিরের দ্বারা পরিকল্পিত। এটি প্রধানমন্ত্রীর শৈশব থেকে তার 'চ্যালেঞ্জিং' রাজনৈতিক ক্যারিয়ার এবং 'অসাধারণ' নেতৃত্বের যাত্রা তুলে ধরেছে।
আলিয়ায় থিতু হওয়ার আগে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। তাঁদের বিয়ে নিয়েও কমচর্চা হয়নি, তবে নিন্দকদের দাবি ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। প্রাক্তন দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের সমীকরণ দুর্দান্ত, তবে ক্যাটরিনার সঙ্গে তেমন মুখ দেখাদেখি নেই। কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে সবকিছু। নেপথ্যে ভিকি কৌশল!
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, বিক্রান্ত ম্যাসি, রবিনা ট্যান্ডন, রাজকুমার হিরানি, সাজিদ নাদিয়াদওয়ালা প্রমুখ। সঞ্জয় লীলা বনসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে রণবীর ও ভিকিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ছবিতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট। ক্য়াটরিনার প্রেগন্যান্সির গুঞ্জনের মাঝে এদিন একাই হাজির ছিলেন ভিকি, অন্যদিকে রণবীরের পাশে ছিলেন না আলিয়াও।
লাভ অ্যান্ড ওয়ার ছবিতে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভিকি ও রণবীরকে। এই ছবিটি অধিকাংশ শ্যুটিং হয়েছে রাজস্থানে। জুলাই মাসে, বনশালি দুই তারকাকে নিয়ে ছবিটির ব্যয়বহুল ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুট করেছেন, সূত্র বলছে 'ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম দৃশ্য' এটি।
আগামী বছর ২০শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। রণবীর এবং ভিকি-এর আগে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই ব্রোম্যান্সের ঝলক কি ফুটে ওঠবে এই ছবিতে নাকি তাঁরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী? ভক্তরা ভিকিকে শেষবার দেখেছেন 'ছাভা' ছবিতে, রণবীরকে শেষবার দেখা গিয়েছিল অ্যানিমেল ছবিতে।
নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণে আগামিতে দর্শক দেখবে রণবীরকে। দুই পর্বের পৌরাণিক মহাকাব্যে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। যশ (রাবণ), সাই পল্লবী (সীতা), সানি দেওল (হনুমান), অমিতাভ বচ্চন (জটায়ু) এবং রবি দুবে (লক্ষ্মণ) রয়েছেন অনন্যা ভূমিকায়। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে রামায়ণ।