ভারতের অংশ হয়ে উঠবে পাক অধিকৃত কাশ্মীর। বিদেশের মাটিতে বড় মন্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। দু'দিনের সফরে মরোক্কো গিয়েছেন রাজনাথ সিং। সেখানেই প্রবাসী ভারতীয়দের একটি সভায় অপারেশন সিঁদুর নিয়ে ভারতের নিয়ন্ত্রিত হামলার কথা উল্লেখ করেন তিনি। এরপর রাজনাথ সিং দাবি করেন, ভারতকে যুদ্ধের মাধ্যমে পাক অধিৃত কশ্মীর দখল করতে হবে না। পিওকে-র লোকেরা নাকি নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করবেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আমরা কোনও বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা করিনি। একমাত্র ভারতই এই চরিত্র অর্জন করতে পারে। আমরা চাইলে যেকোনও সামরিক প্রতিষ্ঠান বা বেসামরিক প্রতিষ্ঠানে হামলা চালাতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমাদের উচিত ভারতের এই চরিত্রকে সমুন্নত রাখা।' তিনি আরও বলেন, 'পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর শিগগিরই ভারতের অংশ হয়ে উঠবে এবং সেখানকার জনগণও এর দাবি জানাতে শুরু করেছে। আমি তখন বলেছিলাম যে আমাদের পাক অধিকৃত কাশ্মীরকে আক্রমণ করে দখল করার দরকার নেই। পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, 'ম্যায় ভি ভারত হুঁ'। সেই দিন আসবেই'।
এদিকে মরোক্কোতে রাজনাথ সিং আজ মুখ খুললেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক দ্বন্দ্ব নিয়ে। রাজনাথ আজ বললেন যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ভারতীয় আমদানির উপর ৫০% শুল্ক বসালেও ভারত কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু কেন? রাজনাথ বলেন, 'আমরা কোনও প্রতিক্রিয়া দেখাইনি... যাঁরা উদার মনের এবং উদার হৃদয়ের মানুষ, তাঁরা তাৎক্ষণিকভাবে কোনও বিষয়ে প্রতিক্রিয়া জানান না।'