ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল নিঃসন্দেহে দেশের সবচেয়ে প্রিয় তারকা দম্পতির মধ্যে অন্যতম। তাঁদের দাম্পত্য নিয়ে আগ্রহ চরমে। ২০২১ সালে যখন তাঁরা রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্ট ফোর্ট বারওয়ারায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন খুশিতে ডগমগ হয়ে ওঠেন তাঁদের অনুরাগীরা। আর এবার খবর যে, ২০২৫ সালেই তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। যদিও দুজনের কেউই এই নিয়ে অফিসিয়াল কোনো বিবৃতি দেননি। তবে একটি সূত্র ক্যাটের সম্ভাব্য জন্ম তারিখ প্রকাশ করেছে।
গত সপ্তাহে এটা জানা যায় যে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের অক্টোবর বা নভেম্বর মাসে সন্তানের আগমন ঘটবে। তবে, কোন স্পষ্টতা ছিল না কারণ দম্পতি এখনও তাদের গুজবিত গর্ভাবস্থার খবর নিশ্চিত করেননি। এখন, বলিউড হাঙ্গামার একটি নতুন প্রতিবেদনের মতে, ক্যাটরিনা তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন এবং বাচ্চাটি অক্টোবরের শেষের দিকে জন্ম নেবে আশা করা হচ্ছে।
একটি সূত্র মিডিয়ায় জানিয়েছে যে, ‘তিনি তাঁর গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন। অক্টোবর ১৫ এবং অক্টোবর ৩০ এর মধ্যে আগামী মাসে জন্ম হওয়ার আশা করা হচ্ছে। অভিনেত্রী এবং তাঁর স্বামী ভিকি কৌশল এটি গোপন রাখতে চান এবং সম্ভবত বাচ্চার জন্মের পরে এ সম্পর্কে ঘোষণা করবেন।’
এর অর্থ হল ক্যাটরিনা এবং ভিকির বাচ্চা অন্য একজন তারকা সন্তান, অভিনেতা অনন্যা পান্ডের সঙ্গে জন্মদিনের সপ্তাহ ভাগ করে নিতে পারে।
অজ্ঞাতদের জন্য, চাঙ্কি পান্ডের মেয়ে এবং আহান পান্ডের খুরতুতো বোন অনন্যা পান্ডে এই বছর অক্টোবর ৩০ তারিখে ২৭ বছর বয়সী হবেন। আপাতত ক্যাটরিনা এবং ভিকির সুসংবাদ শেয়ার করার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন তাঁদের অনুরাগীরা। কাজের ক্ষেত্রে, ভিকি বর্তমানে সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে। ক্যাটরিনার হাতে সেরকম নতুন কোনো প্রোজেক্ট নেই।