মহালয়া পার হতেই বাংলার শহর থেকে জেলা জুড়ে ধ্বনিত হচ্ছে দেবীর আগমন বার্তা। আর কয়েক দিনের অপেক্ষা, তারপরই দেবীর বোধন হবে। বাঙালির প্রাণের উৎসবের ঢাকে পড়বে কাঠি। দিকে দিকে বাজবে ঢাক, আর তার অপেক্ষায় দিন গোনা শুরু! এদিকে, উমাকে ঘরে বরণ করে নিতে যখন বাড়ির চৌকাঠ থেকে সার্বজনীন পুজোর মণ্ডপ সাজছে, তখন বহুজনের মধ্যেই কৌতূহল রয়েছে এবছর মা দুর্গা কীসে আসছেন? উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপুজোয় দেবী দুর্গা যে বাহনে আসেন, সেই বাহনে তাঁর আসার যেমন প্রভাব থাকে দেশ দুনিয়ায়, তেমনই তিনি যে বাহনে গমন করেন, সেই বাহনে গমনেরও একটি প্রভাব থাকে। এমনই মান্যতা রয়েছে। দেখে নেওয়া যাক, ২০২৫ সালে দেবী দুর্গার আগমন ও গমন কীসে।
২০২৫ সালে এপর্যন্ত যুদ্ধের ভয়াবহতার এক প্রকাণ্ড রূপ দেখেছে বিশ্ব। ইউক্রেন, রাশিয়া যুদ্ধ, ইজরায়েল বনাম হামাস সংঘাতের পাশাপাশি, চলতি বছরে ২২ এপ্রিল পহেলগাঁওতে নারকীয় সন্ত্রাস হানায় ২৬ জন নিরীহের প্রাণ যায়। পাল্টা জবাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি টার্গেট করে সংহারে নামে ভারতীয় সেনা। শুরু হয় অপারেশন সিঁদুর। এছাড়াও চলতি বছরে হিমাচল থেকে শুরু করে উত্তর ভারতের নানান অংশে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। সব মিলিয়ে এমন এক পরিস্থিতির মাঝে এবার মর্ত্যে পা রাখছেন উমা! দেবীর আগমন ও গমন চলতি বছরে কীসে? তার ফলাফল কী? দেখে নিন।
২০২৫ দুর্গাপুজোয় দেবীর আগমন, গমন:-
২০২৫ সালে দেবীর আগমন গজে। যার অর্থ হল, শস্য শ্যামলা বসুন্ধরা। ফলত, দেবীর আগমনকালে চারিদিকে ফুলে ফলে ভরে থাকার বার্তা রয়েছে। এমনই ইঙ্গিত দেয় শাস্ত্রমত। গজে দেবীর আগমনকে শুভ বলে মনে করা হয়। অন্যদিকে, দেবীর গমন ২০২৫ সালে দোলায়। মনে করা হয় দেবীর গমন যদি দোলায়, যা মড়কের বার্তা দেয়। যার ইঙ্গিত মোটেও শুভ নয়।
( Durga Puja 2025 Timing: দুর্গাপুজো ২০২৫-এ সন্ধিপুজো কবে পড়ৃছে? সময়কাল দেখে নিন নির্ঘণ্টে)
কোন বাহনে দেবীর আগমন কী ইঙ্গিত দেয়?
দেবী দুর্গার আগমন ও গমন ঘিরে বাহন প্রতিবছরই কিছু না কিছু ইঙ্গিত দিয়ে থাকে। দেখে নেওয়া যাক, কোন বাহনে দেবীর আগমনে, গমনে কী ফল মেলে?
দোলা- দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা থেকে যায় বলে মান্যতা রয়েছে।
ঘোটক- ঘোটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ায় দেবীর আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ। এতে ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার ইঙ্গিত থেকে যায় বলে মান্যতা রয়েছে।
নৌকা- নৌকা বলতে জলমগ্ন সম্পর্কিত কিছু বোঝায়। নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝান হয় শস্যপূর্ণ বসুন্ধরা। এতে ভালো ফসলের ইঙ্গিত থাকে বলে মনে করা হয়।
গজ- গজ বা হস্তী। গজ অর্থাৎ সমৃদ্ধি বা শুভ কিছুকে নির্দেশ করে। ফলত, এই বাহনে দেবীর আগমন শুভ। চলতি বছরে দেবী আসছেন গজে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )