হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় নাম দীপিকা কক্কর। বর্তমানে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন নায়িকা। তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যানসার। স্টেজ -২ লিভার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী। তা সত্ত্বেও হাল ছাড়েননি দীপিকা। এমনকি অসুস্থতার সাথে লড়াই চালানোর পাশাপাশি মায়ের দায়িত্ব পালনেও ব্যস্ত তিনি। দীপিকা তাঁর ছেলে রুহানের সাথে প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলার চেষ্টা করেন। সম্প্রতি দীপিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অত্যন্ত ভালোবাসা ও ধৈর্য্যের সঙ্গে তাঁর ছেলে রুহানকে আরবি বর্ণমালা শেখান। কোরান শিক্ষার আগে ছেলেকে আরবি শেখাচ্ছেন দীপিকা।
দীপিকা এবং শোয়েব ইব্রাহিম ২০২৩ সালে তাদের ছেলে রুহানকে স্বাগত জানিয়েছিলেন। রুহানের বয়স এখন সবে দুই বছর। এই দম্পতি প্রায়শই তাঁদের ইউটিউব ভ্লগ এবং ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে ভক্তদের সাথে তাদের ব্যক্তিগত জীবনের সুন্দর মুহুর্তগুলি হামেশাই ভাগ করে নেন, দর্শকদের তাঁদের পারিবারিক জীবনের অঙ্গ করে তুলেছেন দুজনেই।
দীপিকা ২০১৮ সালে শোয়েবকে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে দীপিকা থেকে তিনি হন ফাইজা। দীপিকা বরাবর জানিয়েছেন এটি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুখের সিদ্ধান্ত ছিল, যেখানে তার পরিবারকে পাশে পেয়েছেন।
২০২৫ সালের মে মাসে, দীপিকার লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। জুন মাসে, তাঁর ১৪ ঘন্টার জটিল অস্ত্রোপচার হয়েছে। এটা স্বস্তির বিষয় যে চিকিৎসকরা সফলভাবে টিউমারটি অপসারণ করেছেন। দীপিকা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের স্বাস্থ্য সম্পর্কিত আপডেট দিয়ে থাকেন।