কৌতুক অভিনেতা কপিল শর্মা সাম্প্রতিক সময়ে কানাডায় তাঁর ক্যাফের বাইরে গুলি চালানোর ঘটনার কারণে খবরের শিরোনামে রয়েছেন। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর একটি পর্বে যোগ দেওয়ার সময় অভিনেতা অক্ষয় কুমার তাঁর সঙ্গে এই নিয়ে মস্করাও করেন। অক্ষয়কে বলতে শোনা যায়, ‘ইতনি আমদানি হ্যায় কে, ওয়াহা গোলিয়াঁ চলি। (এত রোজগার যে গুলি চলল)’।
অক্ষয়কে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের ফাইনাল পর্বে অতিথি হিসাবে কপিল শর্মার সঙ্গে যোগ দিতে দেখা গিয়েছে। কথোপকথনের সময়, অক্ষয় কপিলের কেরিয়ার এবং টাকা-পয়সা নিয়ে মস্করা করছিলেন। সেই প্রসঙ্গেই ওঠে কানাডার ক্যাপস ক্যাফের প্রসঙ্গ।
আর এটা শুরু হয় যখন কপিল উল্লেখ করেছিলেন যে অক্ষয় ১৫০টিরও বেশি সিনেমা করেছেন। মজার ছলেই কপিলের প্রশ্ন ছিল, ‘আপনি কি প্রতিভাবান, বা আপনার প্রয়োজন কি খুব বেশি)?’ যার উত্তরে কপিলকে পালটা কটাক্ষ করে জবাব দেন অক্ষয়। বলেন, ‘তু আপনা বাতা না, টিন সিজন নেটফ্লিক্স পে কর চুকা হ্যায় ইয়ে। উসে আগে সোনি পে থা, উসে পেহে কালারস পে। অভি দো ফিল্মে কর রাহা হ্যায়। ইসনে আপনা রেস্টুরেন্ট খোল লিয়া অউর ইতনি আমদানি হ্যায় কে ওয়াহা গোলিয়াঁ ভি চালি (তুই নিজের ব্যাপারে বল না। এই নিয়ে নেটফ্লিক্সে তিনটি মরসুম করছিস। এর আগে, এটি সনিতে ছিল এবং তার আগে এটি কালারসে ছিল। বর্তমানে দুটি সিনেমা। নিজের রেস্তোরাঁ খুলেছিস এবং সেখানে এতই উপার্জন যে গুলিও চালানো হয়েছিল।’
অক্ষয়ের খোঁচায় বেশ মজা পান সকলে। দর্শক এবং বিচারকদের হাসিতে ফেটে পড়েতে দেখা যায়। তারপরে অক্ষয়ও কপিলকে ঘুরিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, ‘এবার তুই বল, তুই বেশি ট্যালেন্টেড নাকি তোর প্রয়োজন বেশি।’ কপিলকেও এতে হাসতে দেখা যায়।
প্রসঙ্গত, ৪ জুলাই উদ্বোধন হওয়ার পর, কানাডায় কপিলের ক্যাফের বাইরে গুলি চালে প্রথমবার ১০ জুলাই। ৭ অগস্ট ভোরে ফের আরেকবার গুলি বর্ষণ হয়। উভয় ক্ষেত্রেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বারবার হামলা গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। মুম্বইতেও কপিলকে বিশেষ নিরাপত্তা প্রদান করেছে পুলিশ।