পুজোর গান ছাড়া দুর্গাপুজো একেবারেই অসম্পূর্ণ। তাই ব্যান্ড হোক বা অ্যালবাম, অথবা হোক কোনও চ্যানেল, দূর্গাপুজোর প্রাক্কালে এই বছরেও একাধিক পুজোর গান মুক্তি পেয়েছে বা এখনও পাচ্ছে। এমনই একটি পুজোর গান এনেছিল জি বাংলা, যা মুক্তি পাওয়ার পর থেকেই তৈরি হয়েছে বিতর্ক।
জি বাংলার নতুন এই পুজোর গানে একদিকে যেমন দেখতে পাওয়া যায়, নতুন জুটি তনিষ্কা এবং সপ্তর্ষিকে তেমন অন্যদিকে ছিলেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের পুরনো জুটি অঙ্কিতা-সৌম্যদীপ। গানে দেখা যায় নবাগত দুই জুটি সাইনা-সোমরাজ এবং মৈনাক-নন্দিনীকে। দেখা যায় আরাত্রিকা এবং শ্রুতিকেও।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
তবে বাকি সকলেই জুটি বেঁধে উপস্থিত হলেও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের দিতিপ্রিয়াকে দেখা যায় একা। খুব সম্প্রতি যেহেতু জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছিল তাই স্বাভাবিকভাবেই জিতুর অনুপস্থিতি দেখে প্রশ্ন তোলেন দর্শকরা। যেখানে জিতু অনুপস্থিত সেখানে কেন একা দিতিপ্রিয়াকে দেখা গেল, দুজনের মধ্যে যখন সবকিছু ঠিক হয়েই গেছে তাহলে কেন জুটি বেঁধে এলেন না তাঁরা? প্রশ্ন করেন নেটিজেনরা।
দর্শকদের এই প্রশ্নের উত্তর দিতেই এবার মুখ খুললেন স্বয়ং জিতু কমল। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জিতু লেখেন, ‘জি বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে আন্তরিকভাবে জড়িত। আমার কেরিয়ার উত্থানের জন্য জি বাংলার অবদান অনেকটাই। আপনারা আপনাদের সাদা চোখে যেটা দেখছেন, সেটার জন্য জি টিভিকে দোষারোপ করবেন না। গভীরে অনেক কারণ রয়েছে, সেগুলো আমি হয়তো বলতে চাইব না কারণ আমি খুব বেশি কমপ্লেনিং নই। কাজ যাই আমার কাছে হিরো বাকি সব হেরো।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
জিতুর এই পোষ্টের মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে যায়, জি বাংলার নতুন পুজোর গানে তাঁর অনুপস্থিতির পেছনে নিশ্চয়ই কোনও বড় কারণ রয়েছে। তবে কি দিতিপ্রিয়ার সঙ্গে মতবিরোধ এখনও মেটেনি? ‘হেরো’ বলে কাকে কটাক্ষ করলেন অভিনেতা? কিছু প্রশ্ন থেকেই যায়।
প্রসঙ্গত, জি বাংলার ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ জিতু কমলের। এরপর বড় পর্দায় ‘অপরাজিত’ এবং ‘গৃহপ্রবেশ’ ছবিতে অসাধারন অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। ফের আবারও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন জিতু। এই মুহূর্তে জিতু এবং দিতিপ্রিয়ার ধারাবাহিকের টিআরপি বেশ তুঙ্গে।