বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিলাসবহুল নতুন বাড়ি ঘিরে নেটপাড়ায় চর্চার শেষ নেই। এমনকী নির্মীয়মাণ এই বাড়ির একাধিক ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়ায় কিছুদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিয়া।
বাড়ির অন্দরসজ্জার কাজও শেষ। এই দম্পতি তাঁদের মেয়ে রাহা এবং রণবীরের মা নীতু কাপুরকে নিয়ে শীঘ্রই নতুন বাড়িতে শিফট করবেন। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের কাছে রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহনি রালিয়ার বহুল আলোচিত বাড়িটি নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন। ঋদ্ধিমা কাপুর বলেছেন যে রণবীর কাপুর-আলিয়া ভাটের বাড়িতে তাঁর জন্য আলাদা একটি ঘর রয়েছে। হ্যাঁ, ননদিনি গেলে তাঁকে গেস্ট রুম নয় বরং তাঁর নিজস্ব ঘরে থাকতে দেবেন রণবীর-আলিয়া।
ফারাহ, ঋদ্ধিমাকে জিজ্ঞাসা করেছিলেন রণবীরের নতুন বাড়িতে তার নিজের জন্য একটি পুরো ফ্লোর রয়েছে কিনা! কুক দিলীপকে নিয়ে ফারহা পৌঁছেছিলেন ঋদ্ধিমার দিল্লির বাড়িতে। ঋষি-নীতু কন্যার পছন্দের পদ রাঁধতে রাঁধতে ফারাহ তাকে প্রশ্ন করেছিলেন, মুম্বইয়ে যে বাড়িটি তৈরি করা হচ্ছে তাতে কি তোমার একটি ফ্লোর আছে?
ঋদ্ধিমা হাসতে হাসতে বললেন, ‘ওখানে আমার একটা ঘর আছে। আমার এবং ভরতের জন্য একটি ঘর এবং সামারার জন্যও একটি ঘর রয়েছে, সেটা মায়ের তলায় অবস্থিত। আমার মা আমাদের কাছে রাখতে চান। বাড়িটির দাম প্রায় ২৫০ কোটি টাকা বলে জানা গেছে। রাজ কাপুরের আইকনিক কৃষ্ণরাজ বাংলোর জায়গায় বান্দ্রার নতুন বাসভবনটি তৈরি করা হয়েছে। সম্প্রতি, যখন ওই বাড়ির একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছিল, আলিয়া ভাট একটি ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জেরে পাপারাৎজিদের তীব্র নিন্দা করেছিলেন।
ঋদ্ধিমা কাপুর সাহনি, কাপুর পরিবারের অন্যতম সুন্দরী কন্যে। তবে এতদিন লাইট ক্যামেরা অ্যাকশনের থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু আর নয়। নেটফ্লিক্সের শো ফ্যাবিউলাস লাইফস অফ বলিউড ওয়াইফসের দ্বিতীয় সিজনের পর এবার রুপোলি পর্দায় অভিষেক হবে নীতু কন্যার। কপিল শর্মার সাথে দাদি কি শাদি শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন। মজার ব্যাপার হল, কপিলই তাকে এই চরিত্রের জন্য সুপারিশ করেছিলেন। ছবিতে নীতু কাপুরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যদিও ছবি নিয়ে বিস্তারিত তথ্য আপতত গোপনে।