পরীক্ষা হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বরে। তার পাক্কা এক বছর নয় মাস পরে সেই প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন মোট ২,৭৩,১৪৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে টেট উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। অর্থাৎ পাশের হার তিন শতাংশের গণ্ডিও ছোঁয়নি। আর প্রথম থেকে দশম স্থানের মধ্যে (মেধাতালিকা) আছেন মোট ৬৪ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিনহা। দ্বিতীয় স্থানে আছেন মুর্শিদাবাদের কাজল কুটি। তৃতীয় স্থানে আছে বাঁকুড়ার সৌমিক মণ্ডল এবং উত্তর ২৪ পরগনার স্বর্ণেন্দু ভড়। তারইমধ্যে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। পর্ষদ সূত্রে খবর, রাজ্যের অনুমোদন পেয়ে যাওয়ায় দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কীভাবে প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) প্রথমে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট //wbbpe.wb.gov.in-তে যান।
২) ‘TEACHER ELIGIBILITY TEST-2023 (TET-2023) (FOR CLASSES I TO V, PRIMARY)’ লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপর ‘RESULT OF TET-2023 (CLASSES I TO V, PRIMARY)’-তে ক্লিক করুন।
৪) তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর (TET-2023 আবেদনের সময় যেটি দেওয়া হয়েছিল) এবং জন্মতারিখ (TET-2023 আবেদনের ফর্মে উল্লিখিত) এন্টার করুন।
৫) আপনাকে টেটের রেজাল্ট দেখার পেজে (Result Preview screen) নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি আপনার ফলাফল দেখতে এবং প্রিন্ট করতে পারবেন।
OMR শিটের ছবিও দেখা যাবে!
প্রাথমিক পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রত্যেক প্রার্থীর ওএমআর শিট আপলোড করা হবে। আগামিকাল (বৃহস্পতিবার) দুপুর দুটো থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট //wbbpe.wb.gov.in-তে দেখা যাবে।
২০২৩ সালের প্রাথমিক টেটের মেধাতালিকা
আর ২০২৩ সালের টেটের ফলপ্রকাশের দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কর্মসূচি অভিযান করছেন ২০২২ সালের টেট উত্তীর্ণরা। এখনও শূন্যপদের তালিকা প্রকাশ না করার প্রতিবাদে বারাসত রবীন্দ্র ভবনে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।সেইসময় পুলিশ বাধা দেয়। পুলিশ সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ তাঁদের কলার ধরে টেনে নিয়ে যায়। চাকরিপ্রার্থীরা বলতে থাকেন, ‘আমাদের মেরে ফেলুন। পড়াশোনা করে টেট পাশ করে কী লাভ হল?’ পরবর্তীতে দুই মন্ত্রী নির্মল ঘোষ ও সৌগত রায়ের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিপ্রার্থীরা।