আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে রায়গঞ্জে পাঠানোর সরকারি সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়ে দিলেন, অনিকেতকে তাঁর পুরনো কর্মস্থল আরজি করেই নিয়োগ দিতে হবে। হাইকোর্টের এমন নির্দেশে স্বস্তি পেলেন জুনিয়র চিকিৎসক।
আরও পড়ুন: বদলি নিতে রাজি না হলে ব্যবস্থা নেওয়া যাবে না, অনিকেতের মামলায় হলফনামা তলব
উল্লেখ্য, চিকিৎসক আন্দোলনের সময় অনিকেত ছিলেন অন্যতম মুখ। আরজি করের এক চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর টানা আন্দোলনে রাজ্যের চিকিৎসক সমাজের যে নেতৃত্ব গড়ে ওঠে, তাতে সামনের সারিতে ছিলেন তিনি। এরপরই তাঁকে রায়গঞ্জে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। একইভাবে আন্দোলনের আরও দুই মুখ দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়াকেও তাঁদের পছন্দের জায়গায় না পাঠিয়ে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছিল। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, কাউন্সেলিং প্রক্রিয়ায় তাঁদের পছন্দের স্থান জানাতে বলা হলেও শেষ পর্যন্ত সেই মতামত উপেক্ষা করা হয়েছে। তাঁদের দাবি, কাউন্সেলিং যদি কাজে না লাগে, তবে তার উদ্দেশ্যই বা কী? এ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয় চিকিৎসক মহলে।
এর আগে দেবাশিস ও আসফাকুল্লা আদালতের দ্বারস্থ হয়ে পোস্টিং সংক্রান্ত রায়ে স্বস্তি পান। অনিকেতও মামলা করেন। বুধবার আদালতের রায়ে অনিকেতের ক্ষেত্রেও একই স্বস্তি মিলল। তবে রাজ্য সরকার এই রায়ে সন্তুষ্ট নয়। রাজ্যের তরফে আদালতে আবেদন করা হয়েছিল, অন্তত ৭ অক্টোবর পর্যন্ত রায় কার্যকর না করা হোক। কিন্তু বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন। ফলে আপাতত নিশ্চিত হয়ে গেল অনিকেত মাহাতোর পোস্টিং হবে আরজি কর মেডিক্যাল কলেজেই।