তাহেরপুরে ছাত্রী খুনে নয়া মোড়। প্রেমে প্রত্যাখ্যানের জেরে এক কিশোরীকে নৃশংসভাবে খুন করার পর অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডল ওরফে শুভ'র আচরণে বিস্মিত পুলিশ। গ্রেফতার হওয়ার পর কোনও অনুশোচনা তো নেই-ই, বরং সে থানার লকআপে বসেই নিহত ছাত্রীর বাবাকে হুমকি দিয়েছে। এই ঘটনায় আতঙ্কে ছাত্রীর পরিবার।
আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, দশকের ছাত্রীকে কুপিয়ে খুন তরুণের, কৃষ্ণনগরের ছায়া তাহেরপুরে
ঘটনার সূত্রপাত গত ১৯ সেপ্টেম্বর। তাহেরপুর থানার কামগাছি শ্যামনগর গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ দশম শ্রেণির ছাত্রী অনুষ্কা মণ্ডলকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। এলাকাবাসীর তৎপরতায় সেই রাতেই সে ধরা পড়ে। কিন্তু এরপর থেকেই তার আচরণ পেশাদার অপরাধীদের মতো। লকআপে থাকা অবস্থায় প্রসেনজিৎ দু’হাতের আঙুল বন্দুকের ভঙ্গিতে মৃত ছাত্রীর বাবার দিকে তাক করে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিবার জানায় এই আচরণে তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছে।
অভিযুক্তের এই আচরণ পুলিশকর্তাদেরও হতবাক করেছে। মনোবিদরা বলছেন, কোনও পেশাদার অপরাধী না হয়েও এমন নির্মম ও অনুতাপহীন মানসিকতা উদ্বেগজনক। এদিকে, ঘটনায় ফরেন্সিক নমুনা এখনও সংগ্রহ করেনি পুলিশ। খুনের চার দিন পরও ঘটনাস্থল থেকে কোনও ফরেন্সিক নমুনা সংগ্রহ করা যায়নি। এই সময়ের মধ্যে বৃষ্টি হওয়ায় নমুনা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। এছাড়াও অভিযুক্তের বাড়ি থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রানাঘাটের এসডিপিও সবিতা গটিয়াল অবশ্য এই হুমকি প্রসঙ্গে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে ফরেন্সিক টিমের নমুনা সংগ্রহের অপেক্ষায় তারা। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।