কলকাতার বেহাল পরিস্থিতিতে এবার কন্ট্রোল রুম খুলে বসল নবান্ন। জমা জলের কারণে কোথাও সমস্যায় পড়লে জানানো যাবে সরাসরি নবান্নে। দুটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে তার জন্য। নম্বরগুলি হল— (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়া যে্ টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০। জমা জলের কারণে যেকোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণের বেশ কিছু প্যান্ডেল
প্রসঙ্গত, সোমবার রাতের বেনজির বৃষ্টির জেরে সারা কলকাতাই স্তব্ধ হয়ে গিয়েছে প্রায়। পুজোর আর দিন তিনেক বাকি। বেশ কিছু পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এই অবস্থায় সোমবার রাতের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বেশ কিছু পুজো প্যান্ডেল। উত্তর ও দক্ষিণের পুজো প্যান্ডেলের কোনওটিতে জল জমে রয়েছে তো কোনওটি আবার ভেঙে গিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপসজ্জা।
উত্তরের কোন কোন প্যান্ডেল ক্ষতিগ্রস্ত?
হাতিবাগান নবীন পল্লীর প্যান্ডেল ভেঙে গিয়েছে। উদ্যোক্তার কথায়, এবারের পুজোয় আর কোনও বিশেষত্ব রইল না তাদের পুজোয়। হাতিবাগান সর্বজনীনের মণ্ডপের পিছনে জল জমে গিয়েছে। নলিন সরকার স্ট্রিট ও শিকদার বাগানের প্যান্ডেলও জলের তলায়। চোরবাগানের পুজোর মাঠে জল। সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পুজোর থিম ছিল নীর বা জল। সেই জলেই তলাতেই আপাতত পুজো প্যান্ডেল। অন্যদিকে উল্টোডাঙা সংগ্রামীতে হাঁটু সমান জল।
আরও পড়ুন - জলমগ্ন কলকাতার জেরে ভুগল ১০০ বিমান- Report, কী বলছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো?
আরও পড়ুন - দেবীপক্ষের দ্বিতীয়ায় জোড়া শুভ যোগ! পুজোতেই ৪ রাশির কেরিয়ারে উন্নতি, মিটবে দেনা
দক্ষিণের কোন কোন প্যান্ডেল ক্ষতিগ্রস্ত?
দক্ষিণের নামকরা পুজোগুলির মধ্যে ম্যাডক্স স্কোয়ার, সিংহী পার্ক সর্বজনীনের প্যান্ডেল বিপর্যস্ত। এই প্যান্ডেল উদ্বোধনের কথা ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্যান্ডেলের নিচের অংশের কাজ নষ্ট হয়ে গিয়েছে। বেহালা আদর্শপল্লীর পুজোর প্যান্ডেলের কিছু অংশ ভেঙে পড়েছে। পূর্বাচল উদয়ন সংঘের পুজোয় মণ্ডপসজ্জার রং তুলি ধুয়ে গিয়েছে সোমবারের বৃষ্টিতে। রং তুলির কাজ ফের নতুন করে করতে হচ্ছে সেখানে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে প্যান্ডেল ও প্রতিমা জলের তলায়। পুজোর আগে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে কি না তা নিয়ে আশঙ্কায় বহু পুজো কমিটি।