২০২৫ এশিয়া কাপে পর পর দুটি ম্যাচে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। ১৪ সেপ্টেম্বরের পর ২১ সেপ্টেম্বরের ম্যাচেও পাক-বাহিনী কার্যত ভারতের সামনে ধরাশায়ী হয়ে যায়। ৬ উইকেটে ম্যাচ হেলায় পকেটে পুরে নেয় ভারত। এদিকে, ম্যাচের চেয়েও বেশি খবরে রয়েছে ম্যাচ চলাকালীন বেশ কিছু বিতর্কিত পর্ব। তারমধ্যে অন্যতম পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফের এক বিকৃত অঙ্গভঙ্গি। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে ২২ গজের বাইরে।
দুবাইতে আয়োজিত এশিয়া কাপের গত ২১ সেপ্টেম্বরের ম্যাচে ভারতের ইনিংস চলাকালীন, বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ। সেই সময় তিনি গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের উদ্দেশে একটি অঙ্গভঙ্গি করেন। সেখানে তিনি হাত ঘুরিয়ে দেখান একটি প্পেল সম্পর্কিত দৃশ্য, যা দিয়ে ভারত বনাম পাকিস্তানের সদ্য সংঘর্ষের প্রেক্ষিতে তিনি কিছু বোঝাতে চেয়েছেন। খেলার মাঠে যুদ্ধ প্রসঙ্গ এভাবে টেনে এনে হ্যারিসের এই নিকৃষ্ট অঙ্গভঙ্গি তুমুল বিতর্কের বীজ বুনেছে। ঘটনার চরম নিন্দায় নেমেছেন বহু প্রাক্তন ক্রিকেটার। এদিকে, হ্যারিসের সেই ভিডিয়ো ভাইরালের পর, এবার অর্শদীপের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োয় অর্শদীপের করা অঙ্গভঙ্গি কার্যত বলে দিচ্ছে, তিনি হ্যারিসের বিতর্কিত অঙ্গভঙ্গিরই জবাব দিচ্ছেন! হাত ঘুরিয়ে অর্শদীপকেও এক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। যেখানে 'প্লেন ওড়ানো' সম্পর্কিত কোনও বার্তা থাকতে পারে বলে অনেকের অনুমান!
আপাতত এই ভিডিয়ো ভাইরাল। সোশ্যাল মিডিয়া জুড়ে অর্শদীপের এই ভিডিয়ো কার্যত ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করেছে। উল্লেখ্য, গত রবিবারের ম্যাচে হ্যারিস শুধু বাউন্ডারি লাইনেই নেতিবাচকভাবে নজর কেড়েছেন তা নয়। সেদিন বল হাতেও শুভমন গিল ও অভিষেক শর্মার দাপুটে ব্যাটে পর পর বাউন্ডারির ধাক্কায় বেশ ধারাশায়ী ছিলেন হ্যারিস। একটা সময় পিচে উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়। শুভমন ও অভিষেকের সঙ্গে হ্যারিসের বাকবিতণ্ডা দেখা যায় মাঝমাঠে।