এশিয়া কাপ ২০২৫-এ ২১ সেপ্টেম্বরের ম্যাচে সূর্যদের দাপটে কার্যত ‘গ্রহণ’ লেগেছিল পাকিস্তানের পারফরম্য়ান্সে! ম্যাচে পাকিস্তানের ১৭১ র জবাবে ভারত ৬ উইকেটে জয় পকেটে পুরে ফেলে। এই জয়ের কাণ্ডারী অভিষেক শর্মা সদ্য মুখ খুলেছেন মাঝ মাঠে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যবহার নিয়ে। ভারতীয় ইনিংস চলাকালে বারবার দেখা গিয়েছে ক্রিজে থাকা শুভমন গিল ও অভিষেক শর্মার সঙ্গে পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের বাকবিতণ্ডা! ঠিক কী হয়েছিল ২২ গজে? মুখ খুললেন অভিষেক।
পাকিস্তানের ১৭১ রান তাড়া করতে নেমে ভারতের ওপেনিং জুটি অভিষেক ও শুভমন কার্যত ত্রাস ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বোলারদের বুকে! দুই ‘পঞ্জাব দা পুত্তর’ অভিষেক ও শুভমনের পর পর ৪, ৬-এ কার্যত রণক্লান্ত দেখিয়েছে উল্টো দিকে থাকা শাহিন, রউফদের। মাঝ মাঠেই দুই পক্ষের কথাকাটাকাটি ক্যামেরা এড়ায়নি। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের দুই ক্রিকেট-ছাত্র অভিষেক ও শুভমন সমান তালে ব্যাটে মোকাবিলা করতে থাকেন পাকিস্তানকে। ম্যাচে বেশ কিছুটা সময় এমন ছিল, যখন পারদ তপ্ত হয়েছে! এগিয়ে আসেন দুই আম্পায়ার গাজি সোহেল ও আহমেদ শাহ পাকতিন।ঠিক কী হয়েছিল মাঠে?
ম্যাচের পর এক সাক্ষাৎকার দিতে গিয়ে অভিষেক বলেন,' আমার মনে হয়েছে আজই এমন একটা পারফরম্যান্স দেখানোর দিন। ব্যক্তিগতভাবে, প্রতি বলের পর তাঁরা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছিল, তা আমার পছন্দ হয়নি। আমার মনে হয়েছে তাঁদের জবাব দেওয়া দরকার।' অভিষেক সাক্ষাৎকার দিচ্ছিলেন সোনি স্পোর্টসের এক অনুষ্ঠানে। স্টুডিয়োয় তখন সঞ্চালক গৌরব কাপুর, প্রাক্তন ক্রিকেট স্টার বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠানরা। অন্যদিকে, অভিষেক বলেন,' ক্রিকেট খেলার ধরণ এভাবে হয় না। শুভমান আর আমি এটাই আলোচনা করছিলাম যে ম্যাচ জিতে নিয়ে আমরা এর উত্তর দেব।' উল্লেখ্য, আগের ১৪ সেপ্টেম্বরের ভারত-পাক ম্যাচের মতোই গতকালের ২১ সেপ্টেম্বরের ম্যাচে কার্যত হেলায় পাকিস্তানকে নাস্তানাবুদ করে হারিয়ে দেয় সূর্যকুমার যাদবের ভারত। তবে ম্যাচে চলা একাধিক তপ্ত অবস্থা আলাদা করে শিরোনাম কেড়েছে।