অভিনয় জীবন থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার সঙ্গীত জগত থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা তথা গায়ক তাহসান খান। বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান অস্ট্রেলিয়ার মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে নিজের কেরিয়ারের ইতি টানার কথা ঘোষণা করলেন, যা শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন দর্শকরা।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন তাহসান। সেখানেই মেলবোর্নের মঞ্চে গাইতে গাইতে তিনি বলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক থেকেও নিজেকে সরিয়ে নেব। মেয়ে বড় হচ্ছে, এখন আর স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সূত্র মারফত জানা গিয়েছে, তাহসানের গলায় সম্পত্তি একটি বিরল রোগ বাসা বেঁধেছে। বেশ গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যাতেই ভুগছেন তিনি। ইতিমধ্যেই নিজেরে ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তাহসান। বোঝাই যাচ্ছে, সবদিক থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ ২০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। কিন্তু বছরখানেক আগেই তিনি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ানোর কথাও জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিজেকে মাঝেমধ্যে বিরতি দিতে হয়। একঘেয়ে কাজ করতে করতে মাঝেমধ্যে থেমে যাওয়া জরুরী। গত বছর এই কথা বলার পরেই মাত্র হাতে গোনা কয়েকবার মঞ্চে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
যদিও কাজের একঘেয়েমি নয়, বরং নিজের শারীরিক অসুস্থতার জন্যই তিনি সবদিক থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন। হেটেরোপিয়া নামের একটি বিরল রোগে আক্রান্ত গায়ক, যার ফলে মাঝেমধ্যেই গলার স্বর পরিবর্তিত হয়ে যায়। অতিরিক্ত চাপ পড়লে কথা বলার ক্ষমতাও কমে যায়। এই সবকিছুর জন্যই আপাতত নিজেকে বিশ্রাম দিতে চাইছেন তিনি। যদিও কারণ যাই হোক না কেন, তাহসানের এই সিদ্ধান্তে ভীষণ দুঃখিত ভক্তরা।