ছোট পর্দার ভীষণ সুপরিচিত একজন অভিনেতা হলেন রিজওয়ান রব্বানি শেখ। আঁচল, নবাব নন্দিনী, প্রতিদান, সাঁঝের বাতি সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। ২২ সেপ্টেম্বর নিজের জন্মদিন উপলক্ষে একটি সুন্দর পোস্ট সকলকে উপহার দেন অভিনেতা।
জন্মদিনের কেক কাটার ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ঈশ্বর এবং ইউনিভার্সকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আশীর্বাদ ধন্য করার জন্য। আমার পিতা-মাতা এবং ভাইয়ের সঙ্গে একটি অনবদ্য জন্মদিনের মুহূর্ত। তবে এবারের সব থেকে বড় জন্মদিনের উপহার আমাকে দিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ঠিক ১২ টায় ভারত পাকিস্তান ম্যাচে অসাধারণ খেলে টিম ইন্ডিয়া যে জয় কেড়ে এনেছে, সেটাই আমার কাছে সব থেকে সেরা পাওনা জন্মদিনের। আরও একটি চোখ খুলে দেওয়ার বছর, অনেক অনেক ধন্যবাদ ইউনিভার্সকে আমার সঙ্গে থাকার জন্য।
ছবিতে অভিনেতাকে একটি সাদা রঙের গেঞ্জি পরে থাকতে দেখা যায়, সামনে চকলেট কেক এবং পিছনে সাজানো হ্যাপি বার্থডে লেখা ব্যানার। হাসিমুখে জন্মদিনের এই মিষ্টি ছবি ভাগ করে নেন তিনি। তবে শুধু এই একটি ছবি নয় আরও বেশ কয়েকটি ছবি ভাগ করেন অভিনেতা যেখানে অভিনেতাকে কেক কাটতে দেখা যায়।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
কয়েকটি ছবিতে আবার কেকের সঙ্গে পোস্ট দিতেও দেখা যায় রিজওয়ানকে। এর মধ্যেই একটি ছবিতে রয়েছে শুধুই কেকের ছবি, যা দেখে বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু এই একটি। তবে সব থেকে সুন্দর সেই ছবিটি যেখানে ভাই এবং বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে কেক কাটছেন রিজওয়ান।
প্রত্যেক মানুষের কাছেই এই মুহূর্তটা সবথেকে বেশি স্পেশাল যখন কাছের মানুষদের উপস্থিতিতে জন্মদিন পালন করার সৌভাগ্য হয়। এই মিষ্টি সম্পর্কগুলোই দিনের শেষে বাঁচিয়ে রাখে মানুষকে।