দুর্গাপুজো ২০২৫ সালে পঞ্চমী তিথি পড়েছে ২৭ সেপ্টেম্বর। এই তিথির দিনেই আবার শনিদেব তাঁর চাল বদল করতে চলেছেন। ২৭ সেপ্টেম্বর পড়েছে শনিবার। সেদিন আরও বেশি শক্তিশালী হয়ে যাবেন শনিদেব। আর সেদিন তাঁর ওপর সূর্যদেবের দৃষ্টি থাকবে। বর্তমানে বক্রী চালে শনিদেব থাকছেন মীন রাশিতে। আর সেই চালের ফলেই পঞ্চমীর দিন থেকে ভাগ্য ঘুরতে পারে বহু রাশির।
বৃষ
শনিদেবের এই অবস্থান আপনার ভাগ্যস্থান ও কর্মভাগ্যে সুফল আনতে পারে। আর্থিক দিক থেকে সময় ভালো কাটতে পারে। চাকরিতে প্রমোশনের সুযোগ হতে পারে। পুঁজি থেকে কোনও ভালো বিনিয়োগ হতে পারে। কোনও ভালো সুযোগ আপনার সামনে আসতে পারে। বিনিয়োগ ভালো হবে। সুযোগের সৎ ব্যবহার করতে পারেন। ব্যবসায়িক ডিল থেকে লাভ হবে।
( US-য় রুবিও সাক্ষাতে জয়শংকর! ট্রাম্পের ৫০% শুল্কে তখনই কেন জবাব দেয়নি ভারত? বললেন রাজনাথ)
মিথুন
শনিদেবের এই শক্তিশাল অবস্থান আপনার জন্য শুভ ফলদায়ী হতে পারে। এই সময় আপনার কাজের দিক থেকে উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা ভালো ধনলাভ পেতে পারেন। কাজে আসা বাধা দূর হতে পারে। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সব দিক থেকে। সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। চাকরিরত লোকজনরা কর্মস্থলে নতুন দায়িত্ব পাবেন।
বৃশ্চিক
এই সময় আপনি কোনও সম্পত্তি বা প্রপার্টি কিনতে পারেন। নতুুন চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। আপনার ভাবনা চিন্তা করা কোনও প্রকল্প সফল হতে পারে। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে। সাহস আর পরাক্রম বাড়তে পারে। আপনি যে সমস্ত পরিকল্পনা করেছেন, তা সফল হতে পারে। আপনার সাহস আর পরাক্রম বৃদ্ধি পেতে পারে। সাহস আর পরাক্রমে বৃদ্ধি হবে। ভাইবোনদের সহযোগিতা পাবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )