দেবীপক্ষ শুরু হতেই চারিদিকে সাজো সাজো রব। এই বছর মায়ের গজে আগমন। যে বছর মা গজে আগমন করেন, সেই বছর শস্যগর্ভা হয় পৃথিবী। এই সাজো সাজো রব মানেই যেন পুজো এসে গেল। কিন্তু পুজোর সঙ্গে সঙ্গে চাই সুখ, সমৃদ্ধি ও আর্থিক বৃদ্ধি। মায়ের থেকে এই সব কিছুই আপনি প্রার্থনা করতে পারেন। কিন্তু তার জন্য জপ করতে হবে মায়ের মন্ত্র। মায়ের তিনটি মন্ত্র জপ করলে মায়ের আশীর্বাদ সহজেই লাভ করা যায়।
কোন তিনটি মন্ত্র জপ করবেন?
প্রথম মন্ত্র
সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে।
শরণ্যে ত্রম্ব্যকে গৌরি নারায়নী নমস্তুতেঃ।।
সৃষ্টি-স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী।
গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতে॥
শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে।
সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ।।
বেদজ্ঞ ঋষিদের মতে, এই মন্ত্র পাঠ করলে যাবতীয় জাগতিক পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মোক্ষ লাভ করেন মন্ত্র জপ করা ব্যক্তি। যেকোনও গুরুতর কাজে যাওয়ার আগে এই মন্ত্র পাঠ করলে কাজে সাফল্য আসে। মন ব্যপ্ত হয়।
আরও পড়ুন - পুজোয় পোশাকের পাশাপাশি কিনুন এই রঙের মানিব্যাগ, ভাগ্য ফেরাতে এর জুড়ি মেলা ভার
আরও পড়ুন - লোমশ পুরুষদের মধ্যে প্রায়ই দেখা যায় এইসব লক্ষণ! গোপন কথা জানাচ্ছে সমুদ্রশাস্ত্র
দ্বিতীয় মন্ত্র
দেহি সৌভাগ্যম আরোগ্যম, দেহি মে পরমং সুখম
রূপম দেহি, জয়ং দেহি, যশো দেহি দ্বিষো জহি।।
এই মন্ত্রের অর্থই হল দেবীর কাছে সৌভাগ্য, আরোগ্য ও পরম সুখ প্রার্থনা করা। রূপ ও জয়ের পাশাপাশি দেবীর কাছে যশ প্রার্থনার প্রধান মন্ত্র এটি। মাকে উদ্দেশ্য করে এই মন্ত্র পাঠ করলে মনের দ্বেষ জয় করা যায়। সৌভাগ্য ও সুখ লাভ করা যায়। জীবন সমৃদ্ধিতে ভরে ওঠে।
তৃতীয় মন্ত্র
ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে ||
দেবীর এই মন্ত্র প্রতি শুক্রবার জপ করা উচিত। এই মন্ত্র মোট ১০৮ বার জপ করতে হবে একটি প্রদীপ জ্বালিয়ে। লবঙ্গ ও কর্পূর সহযোগে এর পর মায়ের আরতি করতে হবে। মায়ের কৃপায় এই মন্ত্রবলে আপনার যাবতীয় ইচ্ছে পূরণ হবে।