এশিয়া কাপ ক্রিকেটে ভারত ও পাকিস্তানের ম্যাচে শাহিবজাদা ফারহানের একে-৪৭ সেলিব্রেশন বা হারিস রউফের বিমান ধ্বংস করার ভঙ্গিমা নিয়ে জোর বিতর্ক ক্রীড়াজগৎ। আর এরই মাঝে বড়দের কুকীর্তির পুনরাবৃত্তি ঘটাল পাকিস্তানের ছোটরা। ফুটবলের মাঠে ভারতীয় সামরিক বাহিনীকে অপমান করল তারা। আর সেই ম্যাচটি জিতে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় তরুণরা। সাফ অনুর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় কলোম্বোর মাঠে পাকিস্তানের দলকে ৩-২ গোলে হারায় ভারত। এর আগে অবশ্য পাকিস্তান তাদের প্রথম গোল মারার পর খেলোয়াড়রা চা খাওয়ার এবং প্লেন ভেঙে পড়ার ইঙ্গিত করেছিলেন সেলিব্রেশনের অংশ হিসেবে। তাদের সেই আকার ইঙ্গিত ঘিরেই জোর বিতর্ক।
শ্রীলঙ্কায় খেলা সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তান ভারতীয় সামরিক বাহিনীকে অপমান করলেও ম্যাচ জিততে তারা ব্যর্থ হয়। টুর্নামেন্টে গ্রুপ পর্বে শীর্ষ বাছাই কে হবে তা নির্ধারণ করার জন্য মাঠে নেমেছিল ভারত ও পাকিস্তানের ছোটদের দল। গ্রুপ বি প্রতিযোগিতায় খেলতে ভারত প্রথমে গোল মেরে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি স্পট থেকে পাকিস্তানি স্ট্রাইকার মহম্মদ আবদুল্লা গোল করেন। সমতা ফেরাতেই তিনি চা খাওয়ার ইঙ্গিত করে সেলিব্রেশনে মাতেন। অভিনন্দন বর্তমানের ঘটনার দিকে ইঙ্গিত করেই এই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আটক করেছিল পাকিস্তানি বাহিনী। তবে তার আগে তিনি পাকিস্তানের যুদ্ধবিনান ধ্বংস করেছিলেন। সেই সংঘর্ষের সময়ই পাকিস্তানি ভূখণ্ডে ধরা পড়েছিলেন অভিনন্দন। যার পরে তাঁকে পাকিস্তান সেনাবাহিনী আটক করে একটি ভিডিয়ো রেকর্ড করেছিল। তাতে দেখা গিয়েছিল যে গ্রুপ ক্যাপ্টেন বর্তমান চা পান করছন এবং স্বীকার করেছেন যে তাঁর সঙ্গে পাকিস্তানিরা ভালো আচরণ করছে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, 'চা দুর্দান্ত।' আর সেই ভিডিয়োর রেশ ধরেই এখনও পাকিস্তানিরা ভারতকে খোঁচাতে চায়। এর আগে পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ চা খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যা নিয়ে বিতর্ক হয়েছিল।
এদিকে শুধু চা পানেই সেলিব্রেশন থামাননি পাকিস্তানি অনুর্ধ্ব ১৭ দলের স্ট্রাইকার আবদুল্লাহ। তাঁকে বিমান ধ্বংসের অনুকরণ করতে দেখা যায়। প্রসঙ্গত মে মাসে ভারত-পাক সংঘর্ষের সময় পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছিল বলে দাবি করে। সেই পরিপ্রেক্ষিতেই ভারতকে উপহাস করার জন্য হারিস রউফও এশিয়া কাপের সময় বিমান ভেঙে পড়ার আকার ইঙ্গিত করেছিলেন মাঠে। তবে কাজের কাজ করতে পারেনি হারিসরা। ভারতের কাছে ম্যাচটা তারা হেরেছিলেন। আর পাকিস্তানি তরুণরাও এত কিছু করে ভারতের কাছে হেরে যায়। হাফ টাইমের পরে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে যায়। পাকিস্তান আবার ২-২ করে সমতায় ফেরে। তবে ম্যাচের ৭৪তম মিনিটে ভারতের রাহান আহমেদের গোলে জিতে যায় ব্লু টাইগার্স। আর এরই সঙ্গে ভারত ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পৌঁছে যায়। তাদের সেমিফাইনালে নেপালের সাথে খেলতে হবে। পাকিস্তান বাংলাদেশের মুখোমুখি হবে সেমিফাইনালে। এই আবহে ফাইনালে ফের ভারত ও পাক তরুণরা মুখোমুখি হতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।