দূর্গাপুজোর আগে ৬ ঘন্টায় কলকাতায় ২৫০ মিমি বৃষ্টি হওয়ায় জলের তলায় কলকাতার বহু অংশ। মহালয়ার দিনেই কলকাতার অর্ধেক প্যান্ডেলের উদ্বোধন করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রবল বর্ষণে প্যান্ডেলের অর্ধেক অংশ চলে গিয়েছে জলের তলায়, খুব স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত প্যান্ডেল উদ্যোক্তারা।
তবে এখানেই শেষ নয়। আলিপুর আবহাওয়া দপ্তর যে রিপোর্ট দিয়েছে তা থেকে জানা গিয়েছে, আগামী দুদিন আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তার আগে এমন দুর্যোগে বিপর্যস্ত ব্যবসায়ীরা। এই দুর্দিনে সকলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করলেন অভিনেতা জিতু কমল।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
২৩ সেপ্টেম্বর জিতু বাড়ি থেকেই একটি ভিডিয়ো করেন যেখানে তিনি বলেন, ‘পুজোর আগে এমন দুরবস্থা দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমরা যারা শিল্পীরা পূজোর আগে প্রমোশন করার জন্য ভিডিয়ো পোস্ট করি তাদের সকলের উচিত এমন সময়ও ভিডিয়ো পোস্ট করে মানুষকে সচেতন করা।’
জিতু বলেন, ‘গতকাল শুধু বজ্রবিদ্যুৎ নয়, বৃষ্টির আওয়াজে যেন প্রবল ছিল। এই বৃষ্টির অনেকটাই সাক্ষী ছিলাম আমি। এই প্রবল বৃষ্টিতে যে মানুষগুলি ফুটপাতে নিজেদের ব্যবসার জিনিস নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, তাদের দেখে দয়া করে হাসবেন না। যারা ফুটপাতে বসে ব্যবসা করেন, তারা মাথায় করে নিজেদের পসরা সরানোর চেষ্টা করছেন। যদি পাশে না দাঁড়াতে পারেন তবুও ভালো কিন্তু হাহা রিঅ্যাক্ট করবেন না এই সমস্ত মানুষদের দেখে।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
জিতু আরও বলেন, ‘আমরা শিল্পী হওয়ার আগেও আমরা একজন মানুষ। এই সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার। এই শিক্ষাই আমি আমার বাবার থেকে পেয়েছি। আমার বাবা ইতিমধ্যেই পথে নেমেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে মানুষের দুরাবস্থা দেখে হাসবেন না।’
সবশেষে অভিনেতা বলেন, ‘আর এই কয়েকদিন শুভ তৃতীয়া বা শুভ চতুর্থ বলবেন না আমাকে। ব্যাপারটা খারাপ ভাবে নেবেন না। তবে এই মুহূর্তে কিছুই শুভ নয়। আগে সবকিছু ঠিক হোক তারপর শুভেচ্ছা জানাবেন।’