অভিনেতার তথা পরিচালক অনুরাগ কাশ্যপ প্রায়শই এমন কিছু বলেন যার ফলে তৈরি হয়ে যায় বিতর্ক। এবারেও অনুরাগের মুখে শোনা গেল বলিউড নিয়ে এমন কিছু কথা, যা আরও একবার তৈরি করল বিতর্ক।
সম্প্রতি জুমের সঙ্গে একটি সাক্ষাৎকারে অনুরাগ বলেন, বলিউডে যখন কারও ছবি ব্যর্থ হয়ে যায় বা আটকে যায় তখন অন্যরা ভীষণ খুশি হয়। ইন্ডাস্ট্রির সবথেকে বড় সমস্যা হল এখানে কেউ কারও নয়। কোন ঐক্যবদ্ধতা নেই এর মধ্যে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
এই বছরে শুরুতেও বলিউড নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালক। মুম্বই ছেড়ে যাওয়ার কারণ বলতে তিনি বিষাক্ত বলিউডকেই দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, আমি চলচ্চিত্রের মানুষের থেকে দূরে থাকতে চাই। এই শিল্পটি বড্ড বেশি বিষাক্ত হয়ে উঠেছে। সবাই অবাস্তব লোকের পেছনে ছুটছে। ৫০০ বা ৮০০ বা কোটি টাকার ছবি তৈরি করার চেষ্টা করছে সবাই। কিন্তু কেউ সৃজনশীল কিছু তৈরি করতে চাইছে না।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এর আগেও বলিউড ছেড়ে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যাওয়ার কথা বারবার বলেছিলেন পরিচালক। তিনি জানিয়েছিলেন, হিন্দি চলচ্চিত্র জগতের মানুষ তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করছে। দক্ষিণের মানুষের থেকে তিনি এতটাই ভালোবাসা পেয়েছেন যে তিনি বলিউডে আর ছবি তৈরি করতে চাইছেন না।
অনুরাগের নতুন ছবি সম্পর্কে
অনুরাগের সর্বশেষ ছবি, ক্রাইম ড্রামা, নিশাঞ্চি, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিতে ঐশ্বরী ঠাকরে বাবলু এবং ডাবলুর দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন, এবং বেদিকা পিন্টো একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।