সমুদ্রশাস্ত্র শরীরের কিছু লক্ষণ দেখে একজন মানুষ সম্পর্কে বহু তথ্য জানাতে সক্ষম। তেমনটাই সম্ভব লোমশ পুরুষদের ক্ষেত্রেও। একজনের শরীরের বিভিন্ন অংশে লোমের উপস্থিতি তাঁর স্বভাব এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে। যেসব পুরুষের শরীরে ঘন লোম থাকে, তারা কেমন স্বভাবের হন, তাও জানিয়েছে সমুদ্রশাস্ত্র।
কেমন হন লোমশ পুরুষেরা?
১. ভাগ্যবান ও সফল: যেসব পুরুষের বুকে লোম থাকে, তাদের সাধারণত ভাগ্যবান এবং সফল বলে মনে করা হয়। এরা অল্প বয়সেই উন্নতি লাভ করে এবং জীবনে সহজে সাফল্য অর্জন করে।
২. সন্তুষ্ট ও বুদ্ধিমান: যে পুরুষদের বুকে ঘন লোম থাকে, তারা সাধারণত অল্পে তুষ্ট থাকেন এবং জীবনে বেশি চাহিদা রাখেন না। এরা শান্ত স্বভাবের হন এবং ঝামেলা পছন্দ করেন না।
আরও পড়ুন - দেবীপক্ষের দ্বিতীয়াতেই পকেট ফুলছে ৩ রাশির! মিলবে চুটিয়ে প্রেমের সুবর্ণ সুযোগ
আরও পড়ুন - পুজোতেই সিঙ্গলরা পাবে সুখবর! নবরাত্রির রাজযোগে ৫ রাশির কেরিয়ার সোনার মতো উজ্জ্বল
৩. পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ: ঘন লোমশ পুরুষেরা সাধারণত খুবই পরিশ্রমী হন। তারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য জেদি ও দৃঢ়প্রতিজ্ঞ থাকেন।
৪. রোমান্টিক ও বিশ্বস্ত: সমুদ্রশাস্ত্র মতে, বুকে লোম থাকা পুরুষেরা খুব রোমান্টিক স্বভাবের হন। তারা নিজেদের সঙ্গিনীকে অত্যন্ত বিশ্বাস করেন এবং তাদের প্রতি বিশ্বস্ত থাকেন।
৪. ধন-সম্পদ: যে পুরুষের বুকে লোম থাকে, তার সম্পদ ও সমৃদ্ধি বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের জীবনে আর্থিক অভাব খুব কম দেখা যায়।