কৌন বানেগা ক্রোড়পতি অনুষ্ঠানের সর্বশেষ পর্বে অমিতাভ বচ্চন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী রাজনীতিবিদ জয়া বচ্চনের উচ্চতা নিয়ে রসিকতা করেন। যদিও তারপরেই তিনি স্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করেন এবং বলেন, ৫২ বছর হয়ে গিয়েছে জয়া আমায় সহ্য করছে এটাই বড় কথা।
অনুষ্ঠানের সর্বশেষ পর্বে দেখানো হয়েছে, প্রতিযোগী আশা ধিরিয়ানের সঙ্গে কথোপকথন চলাকালীন অমিতাভ বচ্চন তাঁকে বলেন নিজের প্রশংসা করতে। এক মিনিটের মধ্যে প্রতিযোগী নিজের সম্পর্কে অনেক কিছুই বলেন। এরপর যখন প্রতিযোগী অমিতাভ বচ্চনকে বলেন জয়া বচ্চনের সম্পর্কে ১ মিনিট প্রশংসা করতে তখন অভিনেতা বলেন, ৫২ বছর হয়ে গিয়েছে উনি যে আমায় সহ্য করছেন এটাই অনেক।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
এরপর আশা নিজের জীবন এবং প্রেমের গল্প বলতে গিয়ে বলেন, তাঁর স্বামী প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন এমনকি বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য পেছনে পেছনে আসেন। সেই সময় তিনি তাঁর একজন খাটো বন্ধুর কাছে স্বামীকে নিয়ে অভিযোগ করেন এবং সেই বন্ধু তাঁর স্বামীকে তখন শাসিয়ে এসেছিলেন যাতে আশার সঙ্গে তিনি আর কোনও যোগাযোগ না রাখেন। যদিও পরবর্তীকালে সবকিছু মিটে যায় এবং ওই ব্যক্তিকেই স্বামী হিসেবে পান আশা।
আশার গল্প শুনতে শুনতে মজা করে অমিতাভ বলেন, ‘আপনার পুরো গল্পটাই আমার খুব সুন্দর লেগেছে, সব থেকে ভালো লেগেছে যখন আপনি বললেন আপনার একজন বেঁটে বন্ধু আপনার লম্বা স্বামীকে গিয়ে শাসিয়ে এসেছে।’ এরপর জয়াকে উদ্দেশ্য করে অমিতাভ বলেন, ‘এটাই হয়ে আসছে সারা জীবন। আমার কাছে এটা একেবারেই নতুন কথা নয়।’ অভিনেতার কথা শুনে বোঝা যাচ্ছে তিনি তাঁর স্ত্রীর কথা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, অমিতভ বচ্চন সর্বশেষ অভিনয় করেছিলেন ‘কল্কি’ ছবিতে। শুনতে পাওয়া যাচ্ছে, রীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতেও নাকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এছাড়া ‘কল্কি ২’ ছবিতেও নাকি অভিনয় করবেন তিনি।