খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে আগত সন্তানের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। একটি কেকের ওপর ১+১ =৩ লিখে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। এবার বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেত্রী।
মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন পরিনীতি যার ক্যাপশনে লেখা ছিল, আমার ইউটিউব জার্নির দুটি অংশ। গত আট মাস আগে প্রথম ইউটিউবে ভিডিও করা শুরু করেন অভিনেত্রী। ইউটিউবে যাত্রা শুরুর ৮ মাস পরে ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী বলেন, আমার ইউটিউব জার্নির আট মাস হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ভিডিয়োয় দেখা যায় একটি ঢিলেঢালা সাদা টি-শার্ট পরে রয়েছে অভিনেত্রী। বেবি বাম্প একেবারে স্পষ্ট। ভিডিয়ো করতে করতেই অভিনেত্রী বলেন, ‘আমি প্রথম ইউটিউবে যখন ভিডিয়ো তৈরি করা শুরু করি তখন সত্যি আমি জানতাম না যে আমি কি করব। আমি দৈনন্দিন রুটিন শেয়ার করতে পারবো না বা রোজ রোজ রান্নাও করতে পারব না।’
অভিনেত্রী মজা করে বলেন, ‘রোজ যদি রান্না করতে হয় তাহলে আমাকে দিলীপকে ডেকে আনতে হবে।(ফারাহ খানের রাঁধুনি) তাই খুব বেশি ভিডিয়ো পোস্ট করা হয় না। মাঝেমধ্যে এমন ভিডিয়ো পোস্ট করব আমি। যদিও পুরোটা নির্ভর করবে সময় এবং শরীরের ওপর।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
সবশেষে অভিনেত্রী বলেন, ‘তবে যে কনটেন্ট আমি পোস্ট করব তা হবে খাঁটি। গান হোক বা ব্যক্তিগত অনুভূতি অথবা জীবনের নানান মুহূর্ত তুলে ধরবো আমি। তবে যেটাই তৈরি করব সেটাই আন্তরিকভাবে তৈরি করার চেষ্টা করব।’
প্রসঙ্গত, কপিল শর্মার অনুষ্ঠানে রাঘব যখন বলে ফেলেন যে খুব শীঘ্রই সুখবর পাবে সকলে, তখন পরিনীতি চোখ বড় বড় করে তাকান স্বামীর দিকে। স্ত্রীর দিকে তাকিয়েই রাঘব তখন বলেন, দেব মানে একদিন অবশ্যই দেব। যদিও ততক্ষণে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল, সকলের ধারণা স্ত্রীর প্রেগন্যান্সির কথা ভুলবশত বলে ফেলেছেন রাঘব। অবশেষে সেই কথাই সত্যি করে কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগত নতুন সদস্যের কথা প্রকাশ্যে আনেন তারকা জুটি।