চলতি বছর ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, এই তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার পালা পুরস্কার প্রদানের। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার নতুন দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে, যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরষ্কৃত হলেন ‘কিং খান’ শাহরুখ।
এই অনুষ্ঠানে একটি সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেল শাহরুখকে। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সমাজ মাধ্যমে। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি আসন্ন ছবি ‘কিং’-এর লুকেই সকলের সামনে এসেছেন।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, গোটা দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত তৈরি করেছে। দীর্ঘ কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি।

যদিও দর্শকদের মত অনুযায়ী, অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তাঁর এই পুরস্কার পাওয়ার কথা তবে তা হয়নি। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি।

প্রায় ৩ দশক পরে জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।’ মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হলেন রানিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন তিনি। এছাড়াও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত মাসে, যাকে রানি মুখোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায়। 12th ফেল ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত।