গত পরশুর অবিরাম বৃষ্টির জেরে ২৩ সেপ্টেম্বর প্রায় গোটা দিনই লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছিল শিয়ালদা এবং হাওড়া শাখায়। তবে গতকাল বিকেলের পর থেকে আর সেভাবে বৃষ্টি হয়নি কলকাতা বা শহরতলিতে। এই আবহে বুধবার কি লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে? এই প্রশ্ন অনেকেরই মনে। এই আবহে রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ২৪ সেপ্টেম্বর আবহাওয়া ভালো থাকলে পরিষেবা স্বাভাবিক থাকবে।
ভারী বৃষ্টিতে গতকাল ভোররাত থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল হাওড়া এবং শিয়ালদা শাখার রেললাইন। এই আবহে ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। লাগাতার বৃষ্টির জেরে শিয়ালদা স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছিল রেললাইনে। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা বন্ধ ছিল সকালের দিকে। চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও বন্ধ ছিল গতকাল। বাতিল হয়েছিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। শিয়ালদার দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন জলমগ্ন হয়ে পড়েছিল। তবে গতকাল পাম্প করে সেই জল বের করা হয়। রেল লাইনের জলের সঙ্গে আশপাশের এলাকার জমা জলও মিশে যাওয়ায় নিষ্কাশন কঠিন হয়ে পড়েছিল। তবে গতকাল সন্ধ্যা নাগাদই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। এই আবহে বুধবার সকাল সকাল রোদ ওঠায় অফিস টাইমে শিয়ালদা লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা করা যায়।
এদিকে হাওড়া ডিভিশনেও রেল পরিষেবা ব্যাহত হয়েছিল গতকাল। হাওড়া স্টেশন ইয়ার্ডে গতকাল জল জমে গিয়েছিল। এর জেরে দিনের বেলায় প্রায় কোনও ট্রেনই সময় মতো চলতে পারেনি। একাধিক বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা বিঘ্নিত হয়েছিল। একাধিক লাইনে দীর্ঘক্ষণ বন্ধ পর্যন্ত ছিল পরিষেবা। তবে হাওড়া লাইনেও আজ ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
বৃষ্টিতে রেল পরিষেবা ব্যাহত হওয়া প্রসঙ্গে শিয়ালদা ডিভিশন সিনিয়র ডিসিএম যশরাম মীনা বলেন, ভারী বৃষ্টির কারণে আমাদের রেল পরিষেবা কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। বালিগঞ্জ, পার্ক সার্কাসে ৬ থেকে ৮ ইঞ্চি বৃষ্টির ফলে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। মেন লাইনেও আমরা কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রেখেছিলাম। তবে ধীরে ধীরে ট্রেন চলাচল (গতকাল) শুরু হয়েছে।'