বারবার প্রত্যাখ্যান করা সত্ত্বেও প্রেমের প্রস্তাব নিয়ে নাছোড়বান্দা ছিল এক তরুণ। শেষমেশ সেই জেদের পরিণতি হল ভয়াবহ। কৃষ্ণনগর কাণ্ডের ছায়া এবার নদিয়ার তাহেরপুরে। রাস্তায় কুপিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে খুন করল যুবক। শুক্রবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত ১৯ বছরের যুবক শুভ মণ্ডলকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: কৃষ্ণনগর খুনের তদন্তে বড় 'ব্রেকথ্রু', সাফল্য পেতে অভিযুক্ত দেশরাজকে 'ঘুষ' পুলিশের
জানা যাচ্ছে, তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী নিয়মিত টিউশনে যেত। শুক্রবার সন্ধ্যাতেও গিয়েছিল পড়তে। কিন্তু রাত গড়িয়েও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে স্থানীয় একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয় মেয়েটির রক্তাক্ত নিথর দেহ। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতার পরিবারের দাবি, স্থানীয় এক যুবক দীর্ঘদিন ধরে কিশোরীটিকে উত্যক্ত করত। জোর করে প্রেমের সম্পর্ক গড়ার চেষ্টা করছিল। মেয়েটি তাতে রাজি না হওয়ায় বারবার প্রত্যাখ্যান করত। অভিযোগ, সেই রাগেই মেয়েটিকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।
অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবেশীরাও। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
প্রসঙ্গত, মাস খানেক আগেই কৃষ্ণনগরে একই ধরনের ঘটনা ঘটে। সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রী ঈশিতা মল্লিককে তাঁর প্রাক্তন প্রেমিক দেশরাজ গুলি করে খুন করেছিল। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সেই হত্যাকাণ্ড ঘটে, যা চাঞ্চল্য ছড়িয়েছিল জেলায়। এখনও দেশরাজ পুলিশি হেফাজতে। কৃষ্ণনগরের রেশ কাটতে না কাটতেই ফের সেই ঘটনার ছায়া নেমে এল নদিয়ারই তাহেরপুরে।