রাত পোহালেই মহালয়া। এই মহালয়ার দিন পড়ছে সর্বপিতৃ অমাবস্যা ২০২৫। এই সর্বপিতৃ অমাবস্যা যেমন রয়েছে মহালয়ায়, তেমনই আবার মহালয়ার দিন রাতে রয়েছে সূর্যগ্রহণ। এই বিশেষ দিনে সর্বপিতৃ অমাবস্যা বা আশ্বিন অমাবস্যা কখন থেকে পড়বে, তা নিয়ে রয়েছে কৌতূহল। দেখে নিন সর্বপিতৃ অমাবস্যা ২০২৫র তিথি।
সর্বপিতৃ অমাবস্যা কখন থেকে পড়ছে?
সর্বপিতৃ অমাবস্যা ২১ সেপ্টেম্বর ২০২৫ পড়ছে রাত ১২ টা ১৬ মিনিটে (২০ সেপ্টেম্বর মধ্যরাত পার করে)। আর তিথি শেষ হবে ২২ সেপ্টেম্বর, রাত ১ টা ২৩ মিনিটে (২১ সেপ্টেম্বর মধ্যরাত পার করে)। উদয়া তিথি অনুসারে ২১ সেপ্টেম্বরেই মহালা পালিত হবে। অমাবস্যার কুটুপ মুহূর্ত সকাল ১১ টা ৫০ মিনিট থেকে ১২ টা ৩৮ মিনিট পর্যন্ত। রোহিনী মুহূর্ত দুপুর ১২ টা ৩৮ থকে ১ টা ২৭ মিনিট পর্যন্ত। অপরাহ্নকালব দুপুর ১ টা ২৭ থেকে দুপুর ৩ টে ৫৩ মিনিট পর্যন্ত।
( Pak Saudi pact and India: ভারত-পাক সংঘাত হলে কি সৌদি নাক গলাবে? পাকিস্তানের মন্ত্রীর বিস্ফোরক দাবি)
এদিকে এই অমাবস্যা ও মহালয়ার দিন রাতে রয়েছে সূর্যগ্রহণ। অন্যদিকে, ধর্মীয় মতে বিশ্বাস করা হয় অমাবস্যায় বেশ কিছু কাজ করা শুভ নয়। দেবীপক্ষের শুরুর দিন এই মহালয়ার অমাবস্যার দিনে কোন কোন কাজ শুভ নয়, তা দেখা যাক। অনেকেই মহালয়ার দিন চুল ও দাঁড়ি কামান না। এই দিনটিতে কাউকে ঋণ দেবেন না। এই দিনে বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষমতে। মহালয়ার দিনে বাড়ি, গাড়ি কেনা থেকেও বিরত থাকার কথা বলা হচ্ছে। মহালয়ার দিনে বাড়ির চত্বরের মধ্যে কোনও ভিক্ষুক এলে তাঁকে খালি হাতে না ফেরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও মহালয়ার দিন বেশ কিছু কাজকে শুভ বলে মনে করা হয়। এই দিনে পাখিকে খাওয়ানো শুভ বলে মনে করা হয়। মহালয়ার অনেকেই নিরামিষ খেয়ে থাকেন। মনে করা হয়, এমন দিনে দরিদ্র মানুষের কাজে লাগে, এমন কিছু দান করলে শুভ উল মেলে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বি.দ্র-আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। )