সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন জুবিন গর্গ। কিন্তু সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে বিপত্তি। আচমকাই অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেনি সঙ্গীতশিল্পীকে। এবার সেই স্কুবা ডাইভিং করতে যাওয়ার মুহূর্তের ভিডিয়ো হল ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জুবিন ভীষণভাবে উপভোগ করছেন তাঁর ছুটি কাটানোর মুহূর্তগুলি। লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিতেও দেখা যায় গায়ককে। সাবলীল ভাবে সমুদ্রের মাঝে সাঁতার কাটেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন। জুবিনের চোখেমুখে শারীরিক সমস্যার কোনও লেশমাত্র ছিল না তখন।
তবে পরবর্তী সময়ে শুনতে পাওয়া যায়, লাইফ জ্যাকেট পরে অস্বস্তি হওয়ায় তিনি নৌকায় ফিরে এসেছিলেন এবং জ্যাকেট খুলে রেখেছিলেন। জ্যাকেট খুলে আবার তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। তবে তখনও সাঁতার কাটতে অস্বস্তি হয়। দুর্ভাগ্যবশত দ্বিতীয়বার সাঁতার কাটার সময়েই দুর্ঘটনাটি ঘটে।
তবে শুধু এই একটি ভিডিয়ো নয়, সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে, সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় নাচ গানে মেতে উঠেছেন জুবিন। এই ভিডিওটি দুর্ঘটনা ঘটে যাওয়ার ১৮ মিনিট আগে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এছাড়াও সমাজ মাধ্যমে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে জুবিনকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় অন্য এক শিল্পীর সঙ্গে গান গাইতে দেখা যায়। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও গানের আমেজে সকলকে মাতিয়ে রেখেছিলেন জুবিন। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তগুলি প্রয়াত গায়কের পরিবারের কাছে ভীষণই হৃদয়বিদারক।
প্রসঙ্গত, জুবিনের মরদেহ সিঙ্গাপুরে তদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপরেই গায়কের দেহ হস্তান্তর করা হবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে। জুবিনের মরদেহ রাখা হবে গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে, তারপর শেষকৃত্য সম্পন্ন হবে।