দীর্ঘসময় ধরে বলিউডের প্রথমসারির নায়িকা তিনি। কিন্তু মাতৃত্বকে আলিঙ্গন করার পর হঠাৎ করেই প্রশ্নের মুখে দীপিকার পেশাদার কেরিয়ার। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বেরিয়ে আসার পর কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়াল থেকেও ‘বাদ’ দীপিকা। নির্মাতারা বিবৃতিতে জানিয়েছেন এই সিদ্ধান্ত উভয়পক্ষের সম্মতিতেই নেওয়া। যদিও দীপিকার কল্কির সিক্যুয়েলের অংশ না হওয়া নিয়ে কথা চালাচালি শুরু হয়েছে।
কল্কি বিতর্কের মাঝেই ইনস্টাগ্রামে নয়া পোস্ট দীপিকার। শাহরুখ খানের হাত ধরে ফ্যানেদের এদিন চমকে দিলেন রণবীর ঘরণী। এদিন দীপিকা, শাহরুখ খানের আসন্ন ছবি কিং-এ তাঁর উপস্থিতি নিশ্চিত করলেন একটি মন ছোঁয়া পোস্টের মাধ্য়মে। যদিও নেটপাড়ার একটা বড় অংশের ধারণা দীপিকা কাল্কি নির্মাতাদের কটাক্ষ করেছেন এই পোস্টে। শাহরুখের হাত ধরে একটি ক্লোজ-আপ ছবি শেয়ার করে দীপিকা লিখেছেন: 'প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওমের শুটিং করার সময় তিনি (শাহরুখ) আমাকে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন তা হ'ল একটি সিনেমা তৈরির অভিজ্ঞতা এবং আপনি যাদের সাথে এটি তৈরি করেন, তাদের গুরুত্ব সেই ছবির চেয়ে অনেক বেশি।'
দীপিকা এরপর যোগ করেন, ‘আমি আপনার সঙ্গে সহমত, এবং এই শিক্ষাটা আমার জীবনে এরপর থেকে আমি কাজে লাগিয়েছি। সেই কারণেই হয়ত আমরা ষষ্ঠবার একসঙ্গে কাজ করছি…’।
কাল্কির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের বার্তার পরোক্ষ প্রতিক্রিয়া হিসাবে ফ্যানেরা দেখছে দীপিকার এই পোস্টকে। সপ্তাহের শুরুতে প্রযোজনা সংস্থা ঘোষণা করেছিল যে তারা ‘সাবধানতার সাথে বিবেচনা করার পরে’ দীপিকার সাথে ‘আলাদা’ হয়ে গেছে, কারণ কল্কি ২৮৯৮-এর মতো একটি চলচ্চিত্রের জন্য ‘উচ্চতর স্তরের দায়বদ্ধতা’ প্রয়োজন।
দীপিকার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী রণবীর সিং। পোস্টের মন্তব্য বাক্সে তিনি লেখেন, ‘Bestest Besties!’ (সেরা প্রিয় বন্ধুর জুটি)। অন্যদিকে এক ভক্ত লেখেন, ‘নিন্দকদের মুখে ঝামা ঘষে দিয়েছে দীপিকা’। যদিও অনেকের দাবি, দীপিকার কাল্কি হাতছাড়া হওয়ার জন্য আফসোস করার দরকার নেই। তিনি কুইন ছিলেন, আছেন আর থাকবেন।
সৃজনশীল পার্থক্য নাকি শ্যুটিং শেডিউল নিয়ে প্রযোজকদের সঙ্গে মতপার্থক্য কী কারণে দীপিকার বিদায়? সেই নিয়ে আলোচনার মাঝেই নায়িকার এই পোস্ট রীতিমতো অর্থবহ।
দীপিকাকে আগামিতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং' ছবিতে। শাহরুখের ৬ নম্বরবার জুটিতে দীপিকা। ছবিতে আরও অভিনয় করেছেন সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা। এরআগে ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান, জওয়ান ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে।
এদিকে, দীপিকা অ্যাটলির আসন্ন অ্যাকশন ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে চলেছেন, বর্তমানে AA22xA6 শিরোনামে কাজ চলছে এই ছবির।