দুর্গাপুজোর আগেই একের পর এক গান মুক্তি পাচ্ছে। অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে যিশু সেনগুপ্ত, তালিকায় রয়েছে একাধিক তারকার নাম। এবার সেই তালিকায় নাম যুক্ত হল কৌশানি মুখোপাধ্যায়ের।
সম্প্রতি sunventuresocial পেজের তরফ থেকে একটি পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দেবী দুর্গার সামনে সবুজ শাড়িতে দাঁড়িয়ে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। হাসি হাসি মুখ নিয়ে হাত দিয়ে তৈরি করেছেন লাভ ইমোজি। নিচে বড় বড় করে লেখা সিঙ্গেল লাইফ।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ছবিটি প্রকাশ্যে এনে পেজের তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘সবার শেষে আসছে সে, জমজমাট পুজোর ভাইব, বাংলার সব থেকে বড় উৎসবের সবথেকে বড় গান-টলি কুইনের সিঙ্গল লাইফ। এবারে টলি কুইন কৌশানি মুখোপাধ্যায় আছেন তার নতুন গান নিয়ে। ৮ থেকে ৮০ - এর সেরা পুজো ধামাকা, সবাই রেডি তো?’
সান ভেঞ্চার আয়োজিত এই গানটির প্রযোজনা করেছেন সানি খান এবং অনুপ সাহা। করণ আরিয়ান পরিচালিত এই গানটির সংগীত পরিচালনা করেছেন কুন্তল দে। অঙ্কিতা ভট্টাচার্য ছাড়া এই গানটিতে কন্ঠ দিয়েছেন শিশু শিল্পী পৃথ্বীরাজ এবং আদলিনা, আরুশি, রিয়াস, অনুষ্কা, হিতাংশু।
কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই গানটি এখনও মুক্তি পায়নি তাই মনে করা হচ্ছে হয়তো মহালয়ার দিনেই গানটি মুক্তি পাবে। খুব সম্ভবত দুর্গাপুজোর আগে এই গানটিই হতে চলেছে সর্বশেষ পুজোর গান।
পুজোর গান নিয়ে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মনামী অভিনীত ‘কল্কি’, জি বাংলার কলাকুশলীদের নিয়ে একটি পুজোর গান, অন্যদিকে ‘শরৎ মেঘে নতুন আলো’ গানের তালে তালে সকলকে মাতাতে আসতে চলেছেন রাঘব। কিন্তু তিনি একা আসবেন না, সঙ্গে নিয়ে আসছেন তাঁর দুই কন্যা আনন্দী এবং আহেরিকে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, ইতিমধ্যেই অনির্বাণ ভট্টাচার্যের ‘এই মা দুর্গা এদিক আয়’, গানটি ভীষণভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দূর্গাপুজোর আবহে একেবারে অন্যরকম একটি গান উপহার দিয়েছেন তিনি। এই গানে দেশের মাটির মানুষদের সুখ-দুঃখ মিশে আছে, এই গানে মা দুর্গাকে ‘তুই’ বলে সম্বোধন করেন অনির্বাণ।
এছাড়াও যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’- এর তরফ থেকেও প্রথম মুক্তি পেয়েছে একটি পুজোর গান। সেই গানে অভিনয় করতে দেখা গিয়েছে দর্শনা বণিক এবং ইন্দ্রাশিস রায়কে। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্র গেয়েছেন গানটি।