ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই বিদেশের মঞ্চে ভারতকে গর্বিত করল ‘হোম বাউন্ড’। নীরজ ঘায়ওয়ানের এই ছবিটি ২০২৬ সালের অ্যাকাডেমি পুরস্কারের জন্য সেটা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে।
এই ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া শুক্রবার এই ছবির নাম ঘোষণা করেছে। পরের বছরই সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য প্রায় একশোটির বেশি দেশের অফিসিয়াল এন্ট্রি পাওয়া ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এই ছবিকে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
বিগত কয়েক বছরে যে তিনটি ভারতীয় ছবি সেরা ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল সেগুলি হল মাদার ইন্ডিয়া, সালাম বোম্বে এবং লাগান। যদিও দুর্ভাগ্যবশত এর মধ্যে কোনও ছবি শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেনি। যদিও অস্কারের মঞ্চে ২০২৩ সালে আর আর আর ছবিটি পুরস্কার এনে দিয়েছিল ভারতকে।
হোম বাউন্ড প্রসঙ্গে
চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ‘হোম বাউন্ড’ ছবির প্রিমিয়ার হয়েছিল, যেখানে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়েছিল এই ছবিটি দেখে। সম্প্রতি ৫০ তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি আন্তর্জাতিক পিপলস চয়েস অ্যাওয়ার্ড- এর দৌড়ে দ্বিতীয় রানার আপ হয়েছে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, এই ছবিতে ঈশান এবং বিশাল দুই গ্রামীণ ছেলের চরিত্রে অভিনয় করেছেন যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন। তবে বাস্তব জীবনে বর্ণ এবং সাম্প্রদায়িক বৈষম্যের সম্মুখীন হতে হয় তাদের। এরপর জাহ্নবীকে তারা একজন ভালো বন্ধু হিসেবে পায় নিজেদের জীবনে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি মূলত ২০২০ সালের নিউইয়র্ক টাইমসের বাশরাত পিয়ারের লেখা ‘আ ফ্রেন্ডশিপ, এ পেনডামিক এন্ড এ ডেথ বিসাইড দ্য হাইওয়ে’ প্রবন্ধ অবলম্বনে তৈরি করা হয়েছিল। করণ জোহরের ধর্মা প্রোডাকশন দ্বারা নির্মিত এই ছবিটি ভারতের মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর।