অনেকেই বলেন পুজোয় আগে পুজোর গান রিলিজ হত। আগে কেন, সেই ট্র্যাডিশন তো এখনও চলছে। তবে তার ধরন বদলেছে। বদলে গিয়েছে অনেক কিছুই। আমরাও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শিখছি। ক্যাসেট সিডিতে গান শোনার যুগ শেষ। এখন কান পাততে হয় অন্তর্জালে। চোখ রাখতে হয় কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায়। সেখানে গানের স্ট্রিমিং হয় ডিজিট্যাল ফরম্যাটে।
এবারের পুজোয় সেভাবেই পাইনক্রিক মিডিয়া চ্যানেল থেকে মুক্তি পাচ্ছে বাংলার জনপ্রিয় গায়ক দুর্নিবার সাহার গাওয়া মৌলিক বাংলা গান - ‘এই সন্ধেরা’। গানটি লিখেছেন যশ চক্রবর্তী এবং সুর দিয়েছেন সুব্রত ভট্টাচার্য। সঙ্গীত আয়োজনে আছে পুলক সরকার।
‘এই সন্ধেরা’ প্রেম অপ্রেম, পাওয়া না-পাওয়ার ওঠানামা নিয়ে জীবনের কবিতা। সূক্ষ্ম সম্পর্কের বুনটে ভালোবাসার কাহিনী। সেই কাহিনীকে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন সুমিত কুণ্ডু, বিনীতা দে এবং শৌর্য রায়। ক্যামেরায় সৌম্যব্রত মুখোপাধ্যায় ও নির্দেশনায় উপল মোদক কলকাতা শহরকে এক নতুন আঙ্গিকে দেখিয়েছেন।
পুজোর আগে দুর্নিবারের পুজোর গান শোনা এখন শুধু সময়ের অপেক্ষা। পুজোর আমেজে এই গান সবার ভালো লাগবে বলে আশা করা যাচ্ছে।