সাতসকালে রেললাইনের ধারে জলা জমি থেকে উদ্ধার হলো এক আইনজীবীর দেহ। ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। মৃতের নাম অরুণ মিশ্র, পেশায় তিনি দীর্ঘদিনের এক অভিজ্ঞ আইনজীবী। একসময় শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও সামলেছিলেন তিনি। বাড়ি মিলনপল্লীতে হলেও প্রতিদিন শিলিগুড়ি আদালতে নিয়মিত প্র্যাকটিস করতেন। কীভাবে মৃত্যু হল আইনজীবীর তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
আরও পড়ুন: ঝাড়গ্রামে বন্ধ ঘর থেকে উদ্ধার মা-ছেলের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা?
স্থানীয় বাসিন্দারা এদিন সকালেই রাঙাপানি স্টেশনের কাছে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গেই খবর যায় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। মৃতদেহের পাশেই পড়ে ছিল একটি ব্যাগ। ব্যাগের ভেতরে থাকা নথিপত্র ঘেঁটে পুলিশ মৃতের পরিচয় জানতে পারে। পরে পরিবারের সদস্যরা এসে অরুণ মিশ্রর দেহ শনাক্ত করেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দ্রুতগামী কোনও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আইনজীবীর। তবে কীভাবে তিনি ওই জায়গায় পৌঁছলেন এবং ঘটনার সময় কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের একাংশ আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। অরুণ মিশ্রর মৃত্যুতে শিলিগুড়ি আদালতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী আইনজীবীরা বলেছেন, একজন অভিজ্ঞ এবং সক্রিয় সহকর্মীকে এভাবে হারানো গভীর ক্ষতির। অনেকের মতে, ব্যক্তিগত জীবনে তিনি কোনও মানসিক চাপের মধ্যে ছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। আপাতত রহস্যজনক এই মৃত্যু ঘিরে শিলিগুড়ি জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।