রাতের দূরপাল্লার বাসযাত্রা এবার আরও নিরাপদ করতে উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএটিসি)। বিশেষত মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ধাপে ধাপে সমস্ত দূরপাল্লার নাইট বাসে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার জলপাইগুড়িতে এসে এমনই ঘোষণা করলেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
আরও পড়ুন: জঙ্গলমহল ঘিরে বড় সিদ্ধান্ত, উত্তরের সঙ্গে যোগাযোগ উন্নত করতে নতুন বাস
তিনি জানান, নতুন যে বাসগুলি রাস্তায় নামছে, তাতে আগেই সিসিটিভি সংযোজন করা হয়েছে। পুরনো বাসগুলিও যেগুলি রাতে দীর্ঘ রুটে চলাচল করে, সেগুলিতেও নিরাপত্তার স্বার্থে ক্যামেরা লাগানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বাসে এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এদিকে, শারদোৎসবের মরশুমে কলকাতা-উত্তরবঙ্গের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, বিমান ভাড়া আকাশছোঁয়া। ফলে পর্যটকদের সুবিধার্থে এবার অতিরিক্ত ব্যবস্থা নিচ্ছে এনবিএসটিসি। ভলভো বাস, যেগুলি সাধারণত সপ্তাহে দু’দিন কলকাতা-উত্তরবঙ্গ এবং দিঘা রুটে চলে, সেগুলি পুজোর সময়ে তিনদিন চলবে। পাশাপাশি কলকাতাগামী বাড়তি বাস পরিষেবাও থাকবে। পর্যটকদের জন্য থাকছে ‘সবুজের পথে হাতছানি’ নামে বিশেষ প্যাকেজ ট্যুরও।
এদিন, ভালো কাজের স্বীকৃতি দিতে নিগমের ৪০ জন কর্মীকে পুরস্কৃত করার ঘোষণা হয়েছে। প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা এবং একটি স্মারক। একইসঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছেন চেয়ারম্যান, কোনও কর্মীর কাজে গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। উল্লেখ্য, নিত্যদিন যাত্রীরা অভিযোগ করেন, খুচরো না থাকায় কাউন্টারে প্রায়ই অতিরিক্ত ভাড়া গুনতে হয়। সেই সমস্যার সমাধান করতে এবার এনবিএসটিসি চালু করছে কিউআর কোড ভিত্তিক পেমেন্ট সিস্টেম। যাত্রীরা সহজেই ইউপিআইয়ের মাধ্যমে ভাড়া মেটাতে পারবেন। এছাড়া জলপাইগুড়ি ডিপোতে শীঘ্রই চালু হচ্ছে নতুন যাত্রী প্রতীক্ষালয়সহ আরও কয়েকটি পরিষেবা।
এককথায়, যাত্রী সুরক্ষা থেকে শুরু করে যাতায়াতের সুবিধা সবদিকেই নজর দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। আর তার প্রথম ধাপ শুরু হচ্ছে রাতের বাসযাত্রায় সিসিটিভি ক্যামেরা বসানোর মাধ্যমে।