পুজোয় দলের নেতামন্ত্রীদের এবার বাড়তি দায়িত্ব চাপিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। শান্তি সম্প্রীতি বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ছিল রাজ্যের মন্ত্রীসভার বৈঠক। পুজোর মরসুমের আগে স্বাভাবিকভাবেই এই বৈঠক ছিল বেশ গুরুত্বপূর্ণ। আগামী মাস পুরোটা জুড়েই উৎসবের মরসুম। এক সপ্তাহ পেরিয়ে গেলেই সারা বাংলা মেতে উঠবে পুজোর আমেজে। এই আবহে পুজো নিয়েই গুরুতর বার্তা দিলেন মমতা।
আরও পড়ুন - তাঁর স্ত্রী নারীই..কোর্টে প্রমাণ দিতে তৈরি ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ!
‘পুজোয় গরিব মানুষের পাশে থাকুন’
মন্ত্রিসভার বৈঠকে দলের একাধিক দায়িত্ব মনে করিয়ে দিলেন তৃণমূলনেত্রী। মন্ত্রীদের উদ্দেশ্যে এই দিন তিনি বলেন, ‘পুজোয় গরিব মানুষের পাশে থাকুন। শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোয় সাহায্য করুন।’ এই সময় সূত্রের খবর, দলীর পরিস্থিতির দিক থেকে বুঝেশুনে খরচ করার পরামর্শ দিয়েছেন নেত্রী।
আরও পড়ুন - প্রধানমন্ত্রী ‘পুজো উপহার’ যোজনা? নয়া GST-তে বাংলার কতটা লাভ? জানালেন নির্মলা
কী কী করার নির্দেশ তৃণমূূল সুপ্রিমোর?
এলাকায় শান্তি বজায় রাখার পাশাপাশি যেখানে সেখানে মুখ খুলতেও বারণ করলেন মুখ্যমন্ত্রী। এই দিন ক্যাবেনেট বৈঠকে তিনি বলেন, ‘পুজোয় নিজের এলাকায় থাকুন। তা বলে কোনও আলটপকা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে তবেই কথা বলুন। এলাকায় যাতে কোনও ভাবেই গন্ডগোল না হয়, সে দিকে সতর্ক দৃষ্টি রাখুন। এলাকায় যেন শান্তি বজায় থাকে।’ দলের ভিতরে কারও বিরুদ্ধে রোষানল যেন পুজোর সময় বেরিয়ে না আসে। সেই বিষয়েও সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে মন্ত্রীদের বলেন, ‘দলের ভিতরে মতবিরোধ থাকলেও তা যেন প্রকাশ্যে না আনা হয়। মিডিয়ার সামনে তো কোনওভাবেই নয়। এই সময় দলের নামে কেউ অভিযোগ করলে দল এবং সরকার দুইয়ের ভাবমূর্তিই নষ্ট হতে পারে।’ তাই সকলকেই বুঝে মুখ খোলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি পুজোর পরিবেশকে কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।