২০২৫ সালের মহালয়ার দিন রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। সাধারণত ধর্মীয় মত অনুসারে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয়। আর দেবীপক্ষের সূচনার দিনেই সূর্যগ্রহণ পড়ায় বেশ কিছুটা জল্পনা বাড়ছে। তবে জ্যোতিষমত বলছে, ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ সুখের বন্যা বইয়ে দেবে বহু রাশির কপালের। ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন ভারতীয় সময় রাতে রয়েছে সূর্যগ্রহণের সময়কাল। এদিকে, জ্যোতিষ গণনা বলছে, এই দিন থেকেই কপাল খুলতে চলেছে একগুচ্ছ রাশির। কার ভাগ্যে কী রয়েছে, দেখা যাক।
সিংহ
দৈনিক আয়ের দিক থেকে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সূর্যগ্রহণ আপনাদের জন্য সুবিধাজনক হতে পারে। আপনার রোজগারের দিক থেকে নতুন নতুন উৎস বের হতে পারে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। টাকা পয়সা বাড়তে পারে। টাকা সঞ্চয় করতে পারবেন। আপনার আটকে থাকা কাজ আগের থেক ভালোর দিকে যাবে। ভাগ্যের সহযোগিতা পাবেন।
তুলা
সম্পত্তি তথা বাহন কেনার কোনও পরিকল্পনা থাকলে, তা সম্পন্ন হতে পারে। ব্যক্তিগত জীবনে বা দাম্পত্য জীবনে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। নানান রকমের ঝুট ঝামেলা থেকে মুক্তির সময় এসে গিয়েছে। চাকরিরতরা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মস্থলে আপনার জুনিয়ার সিনিয়ররা আপনার সঙ্গে সহযোগিতা করবেন। বিরোধীরা শান্ত হওয়ার ফলে কর্মস্থলে শান্তি থাকবে। যুবকরা লক্ষ্যপ্রাপ্তি করতে পারবেন। আপনার ভাবনা চিন্তা করা পরিকল্পনাগুলি সফল হবে।
বৃষ
এই মাসে আপনি কোনও সম্পত্তি কিনতে পারেন। নতুন নতুন সূত্র থেকে আপনি টাকা রোজগার করতে পারবেন। এমন সম্ভাবনার কথা বলছে রাশিফল। কেরিয়ারে চার গুণ লাভ বৃদ্ধি পাবে। আপনার কথায় বার্তায় আপনার আশপাশে অনেকেই আকৃষ্ট হবেন। যাঁরা রোজগারহীন, তাঁরা পেতে পারেন চাকরি।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বি.দ্র-আমরা দাবি করি না যে এই নিবন্ধে প্রদত্ত তথ্য সম্পূর্ণ সত্য বা সঠিক। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে একজন সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।)