বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অনবদ্য অভিনেতা হলেন কৌশিক সেন। ওয়েব সিরিজ হোক অথবা বড় পর্দা, সর্বত্র চুটিয়ে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয়ের মাধ্যমে প্রতিটি চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে। অভিনেতার ৫৭ তম জন্মদিনে ছেলে ঋদ্ধি বাবাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
ঋদ্ধি দুটি ছবি পোস্ট করেছেন যেখানে প্রথমটিতে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তরুণ ঋদ্ধি। দ্বিতীয়টিতে ছোটবেলায় বাবার সঙ্গে বল খেলতে ব্যস্ত খুদে ঋদ্ধি। সময় যে কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তা এই দুটি ছবি পাশাপাশি রাখলেই বোঝা যায়।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ছবি দুটি পোস্ট করে ঋদ্ধি লেখেন, ‘শিল্পীর বয়স কি দিয়ে বিচার করা যায়? প্রতি ৩১ ডিসেম্বর বা পয়লা বৈশাখে বাড়ে সংখ্যা,শুভেচ্ছা বার্তা আর ক্ষয়, বয়স বাড়ে শরীরের,বৃদ্ধ হয় মন,যা সব চেয়ে বিপজ্জনক। বুড়ো হয়ে যাওয়া এক সময় এবং রাজ্যে প্রতিবাদের প্রথম পদক্ষেপ শুরু হওয়া উচিত নিজের শরীর আর মনের বিরুদ্ধে।’
অভিনেতা আরও লেখেন, '৯০ সেকেন্ডের বোধে সাড়া দেওয়া মন, সুবিধের রাজনীতিতে সাড়া দেওয়া শরীর আর সভ্যতার উল্টো রথের অসভ্যতার যাত্রায় কিছু মানুষ অনুভব করতে পারে উৎসবের পরের আসন্ন শূন্যতা,জানে রঙ্গমঞ্চে ঘটে চলা আষ্ফালনের পরমুহূর্তেই প্রবেশ করবে এক অদ্ভুত অনাড়ম্বর একাকিত্ব, যার জন্য থাকবে না দর্শকের উচ্ছাস, সেই শূন্যতা ভাগ করে নেওয়ার জন্য থাকবে না কোনও সহ অভিনেতা, সহ কর্মী,সুজন বা শত্রু।'
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
সবশেষে তিনি লেখেন, 'সকল সমারোহের শেষে বিদায় উপহার হিসেবে পাওয়া একাকিত্বের দায় এড়াতে চাই আমরা সবাই, এই একাকীত্বের অগ্রিম আহ্বান উপেক্ষা না করে খুব কম মানুষই পারে হাসি মুখে তার হাতে হাত রেখে এগিয়ে যেতে,তাই প্রতি জন্মদিনে বাবার মনের বয়স এক বছর হলেও কমে, শরীরের বয়স বাড়লেও আশ্চর্য ভাবে শিরদাঁড়ায় ধরে না জং, উদয়ন পন্ডিতের গুপী বাঘাকে করা ‘তোমরা কোন দলের’ প্রশ্নের উত্তরের মতোই শিরদাঁড়া সোজা রেখে তাই বাবা এখনও বলে উঠতে পারে ‘আমরা ভালোর দলে’। শুভ জন্মদিন বাবা।'