অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়কে কে না চেনেন! হিন্দি টেলিভিশন ধারাবাহিক 'রামায়ণ'-এ সীতার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান দেবিনা। তাঁর স্বামী, অভিনেতা গুরমিত চৌধুরী হয়েছিলেন 'রাম'। পর্দার রাম-সীতার প্রেম পরবর্তী সময়ে বাস্তবে রূপ নেয়। সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বর্তমানে তাঁদের 'পতি পত্নী অর পাঙ্গা'তে তাঁদের দেখা যাচ্ছে। সেই শোতেই রবি ঠাকুরের গানের কথা ভুল গেয়ে কটাক্ষের শিকার হলেন দেবিনা।
আরও পড়ুন: 'বাবার মনের বয়স এক বছর হলেও...', কৌশিককে জন্মদিনের শুভেচ্ছাবার্তা ছেলে ঋদ্ধির
সম্প্রতি 'পতি পত্নী অর পাঙ্গা'র একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে জাম রঙের জ্যাকেট সাদা ধুতিতে দেখা গিয়েছে গুরমিতকে তাঁর গলায় ছিল সিলভার চোকার। অন্যদিকে, তাঁর সঙ্গেই রংমিলান্তিতে দেখা মেলে দেবিনার। তাঁর পরনে ছিল জাম রঙের শাড়ি ও ব্লাউজ। পায়ে পরেছিলেন হিল বুট। কোমরে পরেছিলেন বেল্ট। সেখানেই দেখা গিয়েছে গুরমিতকে মাঝে রেখে, তাঁর চারপাশে ঘুরে নায়িকা রবি ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের ‘গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে…’ গানটি গাইছেন।
খুব সম্ভবত এদিনের এপিসোডে প্রত্যেকে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চলেছেন। সেখানেই বাঙালি হিসেবে রবি ঠাকুরের সৃষ্টি, নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা'র কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছেন দেবিনা। আর সেখানেই গান করতে গিয়ে ভুল কথা গেয়েছেন অভিনেত্রী। আর তা দেখেই নেটিজেনরা ক্ষেপে লাল।
আরও পড়ুন: 'সকাল ৯ টায় এসে বিকেল ৫ টায়…', দীপিকার পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ শাশ্বত
একজন লিখেছেন, ‘জাতীয় টেলিভিশনে, তিনি তাঁর নিজের মাতৃভাষার একটি গান ভুল কথা দিয়ে গান গাইছেন, এবং এটিই প্রচারমূলক ভিডিয়োতে দেখানো হচ্ছে। বাহ!’ আর একজন লিখেছেন, ‘বাঙালি হয়ে রবি ঠাকুরের এই গানের ভুল শব্দ ব্যবহার করে গেয়ে যাচ্ছেন কীভাবে?’ আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘ভুলভাল রবীন্দ্রসঙ্গীত গাইবেন না দেবিনা বন্দ্যোপাধ্যায়। খুব কষ্টকর এটা সহ্য করা একজন বাঙালি হয়ে। এর আগেও দেখেছি , কিন্তু রবীন্দ্রসঙ্গীত ভুল গাওয়াটা খুবই দুঃখজনক। না পারলে গাইবেন না।’
আর একজন লেখেন, ‘বাবা গো! দিদিভাই আপনি বাংলাটা ছেড়ে দিন দয়া করে। বাংলা ভাষা মুক্তি পায়।’ আর এক নেটিজেন লেখেন, ‘যদি বাংলাটা সঠিক ভাবে বলতে না পারেন তাহলে দয়া করে ছেড়ে দিন। এটা আজেবাজে কোনও গান নয় এটা রবি ঠাকুরের চিত্রাঙ্গাদার গান। বাংলা ভাষার অপমান করবেন না।'