রেলের গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবককে প্রতারণার অভিযোগ সামনে এল। অভিযোগ, যুবককে বেশ কয়েকদিন কলকাতা স্টেশনে নকল ট্রেনিং করানো হয়। শেষে সামনে আসে আসে প্রতারণা। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ। তাঁদের কাছে ৪ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: বিরাট সুখবর! ১,০৩৬ পদে নিয়োগ করবে রেল! জেনে নিন সমস্ত প্রয়োজনীয় তথ্য
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারণার ঘটনা ঘটেছে নারায়ণপুর থানার ছোট গাঁতি এলাকায় বসবাসকারী এক যুবকের সঙ্গে। অভিযোগ অনুযায়ী, গত ২৮ মে যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, বারাসতের একটি শপিংমলে এক যুবকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেই যুবক রেলের গ্রুপ-ডি পদে চাকরির ‘অফার’ দেন এবং চাকরির জন্য ৭ লক্ষ টাকা দাবি করেন। পরবর্তীতে ওই ব্যক্তি যুবকের বাড়িতেও এসে একই দাবি করেন। সরকারি চাকরির লোভ সামলাতে না পেরে যুবক কয়েক দফায় মোট ৪ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান করেন। টাকা দেওয়ার পর যুবককে একটি নিয়োগপত্র দেওয়া হয়। যুবক তা সত্যি মনে করলেও পরে তিনি বুঝতে পারেন এটি ভুয়ো।
নিয়োগপত্রে বলা হয়েছিল যে যুবককে কলকাতা স্টেশনে প্রশিক্ষণ নিতে হবে। এরপর তাঁকে স্টেশন সংলগ্ন একটি আবাসনে ১২ দিনের ট্রেনিং করানো হয়। ট্রেনিং শেষের পর তাকে শিয়ালদা স্টেশনে যোগদান করার কথা ছিল। কিন্তু যুবকের সঙ্গে এরপর আর কোনও যোগাযোগ করা হয়নি। ফোনও ধরেনি প্রতারণাকারীরা। ধীরে ধীরে যুবক বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার তদন্তে নারায়ণপুর থানার পুলিশ পরপর তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৪ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ সেই টাকা যুবকের হাতে ফিরিয়ে দেয়। যুবক তাঁর হাতে টাকা ফিরে পেয়ে পুলিশকে কুর্নিশ জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ধরনের প্রতারণা ঠেকাতে সাধারণ মানুষকে সরকারি চাকরির লোভে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি থানা ও আরপিএফ এমন ঘটনা দ্রুত শনাক্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করছে।