মঙ্গলবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইনস্ট্রাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে সকলকে আগত সন্তানের কথা জানান এই দম্পতি। এর মধ্যেই ক্যাটরিনার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয়।
২০১৯ সালে ফিল্মফেয়ারের সঙ্গে একটি খোলামেলা সাক্ষাৎকারে ক্যাটরিনা তাঁর জীবনে বাবার অনুপস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনে বাবার অনুপস্থিতি ঠিক কতটা শূন্যতা তৈরি করেছিল। তিনি এও জানিয়েছিলেন তিনি চান না তাঁর সন্তানের জীবনে এমন শূন্যতা তৈরি হোক।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ক্যাটরিনা বলেছিলেন, ‘বাবা না থাকাটা যে একটি নির্দিষ্ট শূন্যতা তৈরি করে তা যে কোনও মেয়ের জীবনেই অত্যন্ত বাজেভাবে প্রভাব ফেলে। আমি যখন মা হব তখন আমি চাইবো আমার সন্তান বাবা-মা উভয়ের ভালোবাসা এবং উপস্থিতি পাক। একটি সন্তানের জীবনে যখন পিতার উপস্থিতি থাকে তখন সে একজন ভালো মানুষে পরিণত হয়।’
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ আগেও বারবার উল্লেখ করেছিলেন ছোটবেলা থেকেই তিনি নিজের জীবনে বাবার অনুপস্থিতি ভীষণভাবে পেয়েছিলেন যার প্রভাব তাঁর বেড়ে ওঠার ওপর পড়ে। নিজের জীবনে তিনি যে কষ্ট পেয়েছেন তা কখনওই তিনি আগামী প্রজন্মকে উপহার হিসেবে দিতে চান না।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর ক্যাটরিনা কাইফ একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে, ক্যাটরিনার বেবি বাম্প স্নেহের সঙ্গে ধরে রয়েছেন ভিকি। এই সুন্দর সাদা কালো ছবিটি এক হাতে ধরে রয়েছেন ভিকি এবং অন্য হাতে ধরে রয়েছেন ক্যাট। এই ছবিটিই সব কথা বলে দেয়।
ছবি পোস্ট করে ক্যাটরিনা কাইফ লেখেন, ‘আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে। ওম।’ খুব স্বাভাবিকভাবেই এই খবরটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।