আজ সকালে পুলিশের সাথে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হল লাদাখের লেহ শহরের পরিস্থিতি। রাজ্যের মর্যাদার দাবিতে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তাদের উপর পাথর ছুড়ে মারে। এদিকে সংঘর্ষের সময় একটি পুলিশের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। উল্লেখ্য, আজ লেহ-এর রাস্তায় শত শত বিক্ষোভকারী নেমে এসেছিলেন লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে। সঙ্গে আন্দোলনকারীরা সাংবিধানিক সুরক্ষার দাবিও তুলেছেন। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আজ অনশন ধর্মঘট পালন করছেন আন্দোলনকারীরা। সঙ্গে লাদাখে সম্পূর্ণ বনধের ডাক দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের সময় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লেহ-তে বিজেপি অফিসেও হামলা চালায়। পরে হিংসাত্মক আন্দোলনকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। সাম্প্রতিককালে লাদাখে এহেন হিংসাত্মক ঘটনা প্রথমবারের মতো ঘটল। উল্লেখ্য, সরকারের সঙ্গে রাজ্যের মর্যাদা প্রসঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা শীঘ্রই। তার আগে এভাবে আগুন জ্বলল লাদাখে।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর লাদাখের আন্দোলনকাীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে গত ২ সপ্তাহ ধরে লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশনে আছেন। তাঁর দাবি লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফশিলের অন্তর্গত করতে হবে। উল্লেখ্য, কেন্দ্রের শাসনের বিরুদ্ধে গত তিনবছর ধরে অসন্তোষ বাড়ছে লাদাখে। ২০১৯ সালে ৫ অগস্ট ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করানোর মাধ্যমে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়। জম্মু ও কাশ্মীরকে শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রতিশ্রুতি পূরণ না হলেও জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে লাদাখে কোনও বিধানসভা নেই। এই নিয়ে লাদাখের মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে।