এই বছর দুদিন চতুর্থী তিথি পড়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার হল চতুর্থী তিথি। তাই এই বছর পুজো হিসেবমতো একদিন পিছিয়েছে। আবার নবরাত্রিও পালন করা হবে দশদিন ধরে। চতুর্থী দুটো সূর্যোদয় দেখছে এই বছর। তাই এই বছর দুটো চতুর্থী তিথি। জ্যোতিষ মতে, চতুর্থীর এই তিথি বৃদ্ধি অত্যন্ত শুভ। কারণ এর ফলে পুজোর অতিরিক্ত সময় পাওয়া যায়। এই তিথি বৃদ্ধি কিছু রাশির জন্য বিশেষ ফলও নিয়ে আসতে চলেছে। দেখে নেওয়া যাক কারা সেই লাকি রাশি।
চতুর্থী তিথি কবে কখন শুরু ও শেষ?
এই বছর ২৫ ও ২৬ সেপ্টেম্বর চতুর্থী তিথি। ২৫ সেপ্টেম্বর সকাল ৭ টা বেজে ৬ মিনিটে শুরু হচ্ছে চতুর্থী তিথি। তিথি শেষ হবে ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টা বেজে ৩৩ মিনিটে। ওই দিনই সকাল থেকে শুরু হচ্ছে পঞ্চমী তিথি।
কারা লাকি রাশি?
মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক এবং কর্মজীবনের দিক থেকে অত্যন্ত শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ে সম্পন্ন হতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্কেও সুসময় আসবে।
মিথুন রাশি: মিথুন রাশির জন্য এই সময়টি খুবই ভালো। বিশেষ করে যাঁরা চাকরি খুঁজছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাঁদের জন্য এটি একটি দারুণ সময়। এই সময়ে দাম্পত্য জীবন সুখের হবে এবং পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে।
আরও পড়ুন - দেবীপক্ষের দ্বিতীয়ায় জোড়া শুভ যোগ! পুজোতেই ৪ রাশির কেরিয়ারে উন্নতি, মিটবে দেনা
আরও পড়ুন - অতি বড় শত্রুও হার মানবে! মা দুর্গার এই ৩ মন্ত্র জপলেই নাগালে আসবে সুখ ও অর্থ
কর্কট রাশি: এই সময়ে কর্কট রাশির আর্থিক পরিস্থিতি ভালো হবে। অপ্রত্যাশিত উপায়ে অর্থ লাভ হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি শুভ। আইনি জটিলতা থাকলে তা থেকে মুক্তি পেতে পারেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং বসের নজরে পড়তে পারেন। আর্থিক লাভের যোগও রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষ লাভজনক হতে পারে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।