হৃতিক রোশন এবং সাবা আজাদ অনেক দিন ধরে সম্পর্কে আছেন। তারা একে অপরের সঙ্গে হামেশাই ছুটিতে যান। হৃতিকের পরিবার, দুই ছেলে, এমনকী প্রাক্তন স্ত্রীর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক সাবার। অনুরাগীরা হামেশাই জানতে চান হৃতিক-সাবার বিয়ের পরিকল্পনা। এই বিষয়ে কী মত হৃতিক-বান্ধবীর?
সম্প্রতি সাবা জানিয়েছেন যে, তাঁর পরিবারের তরফে বিয়ে নিয়ে কোনো চাপ নেই। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবা বলেছেন, ‘যখন আমার ৬ বছর বয়স ছিল, আমার বাবা-মা আমাকে বুঝিয়েছিলেন যে, বেটা যদি তোমার মন না চায় তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার থেকে এই বিষয়ে কোনো আশা রাখি না। তো সেইজন্যে আমি কখনো আমার পরিবারের তরফ থেকে কোনো চাপ পাইনি জীবনে।’
সাবা ও হৃতিক তাঁদের সম্পর্ক অফিসিয়াল করেন বছর তিনেক আগে। ২০২২ সালে, হৃতিক রোশন এবং সাবা আজাদ একসাথে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে উপস্থিত হন, যা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে আসে। একসময় দুজনের বয়সের ফারাক নিয়ে কম আলোচনা হয়নি। বয়সে ১২ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে ট্রোলও হয়েছেন বলিউডের গ্রিক গড। তবে সে ব্যাপারে কর্ণপাত করেননি কেউই। না পাত্তা দিয়েছেন ট্রোলে।
এক সাক্ষাৎকারে ট্রোল নিয়ে সাবাকে বলতে শোনা গিয়েছিল, ‘আসলে ট্রোলড তাঁরাই করেন যাঁরা ব্যক্তিগত জীবনে চূড়ান্ত অসুখী। আগে এগুলোর পরোয়া করতাম। এখন গায়ের চামড়া মোটা হয়ে গিয়েছে। যাঁরা কর্মহীন, জীবন লক্ষ্যহীন তাঁরাই এ সব করেন। তাঁদের পাত্তা দিয়ে সময় নষ্ট করতে চাই না।’