স্টার জলসায় ‘চিরসখা’ ধারাবাহিকের একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। দুই মধ্যবয়স্ক ব্যক্তির ভালোবাসা এবং বন্ধুত্বের এই দৃশ্য মানুষকে বারবার মুগ্ধ করেছে। একদিকে স্বতন্ত্র চিরকাল বৌঠানকে শুধু ভালোবেসে আগলে রাখল, অন্যদিকে সংসার সামলেও মনে মনে নতুন ঠাকুরপোকে ভালোবেসে নিজের জীবন অতিবাহিত করে কমলিনী।
গত বেশ কয়েকটি এপিসোড এই ধারাবাহিকে হয়েছে অনেক ধামাকা। পুলিশ ধরে নিয়ে গিয়েছে কমলিনীর প্রাক্তন স্বামীকে, অন্যদিকে প্লুটোর মৃত্যুও মোড় ঘুরিয়েছিল ধারাবাহিকের। তবে এবার এই ধারাবাহিকের নতুন প্রমো দেখে চোখ কপালে উঠে গেল নেটিজেনদের।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী স্বতন্ত্র দেশের বাড়িতে এক ঠাকুর মশাই দীর্ঘদিন ধরে তাদের বাড়ি দেখাশোনা করেন এবং পুজো করে আসছেন। ঠাকুর মশাইয়ের মেয়ে পার্বতীর বিয়ের জন্য সপরিবারে সকলকে নিমন্ত্রণ করা হয়। পুজোর আগেই পার্বতীর বিয়ে উপলক্ষে দেশের বাড়িতে পৌঁছয় গোটা পরিবার।
এখানেই আসে টুইস্ট। যে ছেলেটির সঙ্গে ঠাকুর মশাইয়ের মেয়ে পার্বতীর বিয়ে হওয়ার কথা, তাকে মণ্ডপ থেকে পুলিশে ধরে নিয়ে যায়। মেয়ে লগ্নভ্রষ্টা হয়ে যাবে বলে ঠাকুরমশাই স্বতন্ত্রকে বিয়ে করার জন্য অনুরোধ করেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই না বলে দেয় স্বতন্ত্র।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এরপরেই কমলিনী স্বতন্ত্রকে অনুরোধ করে বিয়ের মন্ডপে বসার জন্য। বৌঠানের অনুরোধ রাখার জন্য কি সত্যি সত্যি বিয়ের মন্ডপে বসবে স্বতন্ত্র? তাহলে কমলিনী আর স্বতন্ত্র সম্পর্কের কি হবে? সবটাই জানা যাবে আগামী পর্বে।
ঠাকুর মশাইয়ের মেয়ে পার্বতীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রমো দেখে অনেকেই বলেছেন, ২০২৫ সালে দাঁড়িয়েও একটি মেয়ের লগ্নভ্রষ্টা হয়ে যাওয়ার ব্যাপারটা দেখানো অত্যন্ত অনুচিত। কেন একজন মেয়ের জন্য তার বাবাকে অন্যের কাছে ভিক্ষা চাইতে হবে? বিয়ে ছাড়া কি একটি মেয়ের আর কোনও গতি হতে পারে না? প্রশ্ন তুলেছেন দর্শকরা।