আশির দশকের গোড়ায় বাংলা ছবির অন্যতম মহিলা সুপারস্টার ছিলেন মহুয়া রায়চৌধুরী। সুচিত্রা সেন পরবর্তী যুগে তাঁর উপরই বাজি রেখেছিল প্রযোজকরা। কিন্তু অভিনেত্রী খুব বেশি দিন লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে থাকতে পারেননি। খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তবে অভিনেত্রী কাজ থেকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ এখনও একই রকম। এখনও মাঝে মাঝেই আলোচনায় উঠে আসেন প্রয়াত নায়িকা।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই দ্বিতীয়বার মা হলেন জাগৃতি, কোলে এল ছেলে না মেয়ে?
সব মিলিয়ে আজও নায়িকাকে নিয়ে সকলের আগ্রহের অন্ত নেই। আর সেই জায়গা থেকেই প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন তিনি মহুয়ার জীবনের নানা অধ্যায়কে তুলে ধরবেন বড় পর্দায়। বহু দিন ধরে সেই নিয়ে নানা কাজও হচ্ছিল। তারপর নির্মাতাদের পক্ষ থেকে ছবির নামও প্রকাশ্যে আনা হয় ‘গুন গুন করে মহুয়া’। তবে তাঁর ভূমিকায় কাকে দেখা যাবে তা শুরুতেই জানানো হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। তাই সেই নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়।
তবে এই সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যে অভিনেত্রীর নাম উঠে এসেছে তিনি হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। বর্তমানে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে নায়িকাকে নাম ভূমিকায় ও ‘জগদ্ধাত্রী’র মেয়ে 'দুর্গা'র ভূমিকায় অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ভিকি ও ক্যাটরিনার হবু সন্তানের জন্য কী পরামর্শ দিলেন অক্ষয়? পোস্ট ভাইরাল
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কিতা এই প্রসঙ্গে বলেন, ‘আমি উত্তেজিত আর নার্ভাস। সমস্ত অনুভুতি একসঙ্গে কাজ করছে। আমাকে এমন একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ প্রযোজক রাণা সরকার দিয়েছেন, যিনি আমার মতোই প্রত্যেক সিনেমাপ্রেমী বাঙালির কাছে ভীষণ প্রিয়। এক কথায় স্বপ্নের নায়িকা। এই চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও কঠিন। তবে সোহিনীদির পরিচালনায় চেষ্টা করব, দর্শক যাতে মহুয়া রায় চৌধুরীকে কিছুটা হলেও বড়পর্দায় ফিরে পান।’
এর আগে রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে অঙ্কিতার দেখা মিলে ছিল। সেই সময় নায়িকাকে দেখে অনেকেই অনুমান করেছিলেন তাঁকে হয়তো এবার প্রযোজনা সংস্থার ব্যানারে নতুন কোনও কাজে নতুন ভূমিকায় দেখা যাবে। কিন্তু কোন কাজে দেখা যাবে তাঁকে তা অনুমান করা যায়নি। সেখানে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে তাঁর অভিনয়ের খবরে তাঁর অনুরাগীরা খুব স্বাভাবিক ভাবেই দারুণ খুশি। পুজোর আগেই বড় উপহার তাঁদের জন্য।
তবে এই অনুষ্ঠানে অঙ্কিতার সঙ্গে এক ফ্রেমে দিব্যোজ্যাতি দত্তকেও দেখা গিয়েছিল। তাঁকে রানা সরকারের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…' তে গৌরঙ্গের ভূমিকায় দেখা যাবে। কিন্তু পাশাপাশি এই ছবিতেও তাঁকে দেখা যেতে পারে কিনা তা নিয়ে অবশ্য প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও খবর প্রকাশ্যে আসেনি। ছবিটি পরিচালনা করছেন সোহিনী ভৌমিক। জানা গিয়েছে অঙ্কিতার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক শেষ হলেই এই ছবির কাজ শুরু হবে।