টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবে ওয়ানডে ফর্ম্যাটে সক্রিয় আছেন তিনি। আশা করা হচ্ছে, ২০২৭ সালে বিশ্বকাপে খেলতে পারেন বিরাট। কিন্তু এখন তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে হঠাৎই প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রধান নির্বাচক অজিত আগরকর নাকি বিরাটের সঙ্গে ফোন করেছেন সম্প্রতী। বিরাট বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন। এই আবহে বিসিসিআইয়ের সঙ্গে নাকি তাঁর যোগাযোগ নেই। এই আবহে কোহলির নীরবতায় নাকি হতাশ আগারকর। রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরাট কোহলি ও বিসিসিআইয়ের মধ্যে যোগাযোগের অভাবের কারণে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের ওপর প্রশ্নচিহ্ন ঝুলতে শুরু করেছে।
কোহলি কী চাইছেন, তা নাকি বুঝতে পারছেন না প্রধান নির্বাচক অজিত আগরকর। চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। গত বছর ভারত টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তিনি সর্বশেষ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওয়ানডেতে অংশ নিয়েছিলেন তিনি। সেই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আইপিএলে খেলেন কোহলি। এবারের আইপিএলের ফাইনালের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে পুরোপুরি দূরে রয়েছেন কোহলি।
এই আবহে রেভস্পোর্টজের রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে অস্ট্রেলিয়া 'এ'র বিরুদ্ধে হোম সিরিজে বিরাট কোহলিকে খেলাতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কোহলির ম্যাচ ফিটনেস এবং ফর্ম বোঝা যেত। উল্লেখ্য, বর্তমানে ভারত সফরে রয়েছে অস্ট্রেলিয়া 'এ' দল। দুই দলের মধ্যে ২টি অনানুষ্ঠানিক টেস্ট এবং ৩টি ওয়ানডে হবে। দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্ট বর্তমানে লখনউতে চলছে, যার পরে তিনটি ওয়ানডে ম্যাচ হবে। সবকটিই ম্যাচই কানপুরে অনুষ্ঠিত হবে। ভারত 'এ' দল ঘোষণার সময় বিরাট কোহলি বা ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার নাম ছিল না। কোহলির মতো রোহিত শর্মাও টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানিয়েছেন।