মনোময় ভট্টাচার্য, নামটা সঙ্গে যারা পরিচিত তারা জানেন এই নামটি সঙ্গীত জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। তবে শুধু গায়ক হিসাবে নয়, একজন নায়ক হিসাবেও যে তিনি অসাধারণ তা প্রমাণ পাওয়া যাবে দেবী চৌধুরানী ছবির মাধ্যমে।
‘দেবী চৌধুরানী’ ছবিতে সাধক রামপ্রসাদ সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোময় ভট্টাচার্যকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মনোময় দুটি ছবি পোস্ট করেন যার প্রথমটিতে দেখা যায় রামপ্রসাদ সেনের বেশে তিনি দাঁড়িয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসেনজিৎ নিজেও রয়েছেন ভবানী পাঠক চরিত্রের বেশে। কোনও এক রাজবাড়ির অন্দরমহলে তোলা এই ছবি। দ্বিতীয় ছবিটিও বেশ সুন্দর। স্বয়ং মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, মনোময় ভট্টাচার্যকে। এক ঝলক দেখলে মনে হবে যেন স্বয়ং রামপ্রসাদ সেন দাঁড়িয়ে রয়েছেন।
ছবি পোস্ট করে মনোময় লেখেন, ‘বহু প্রতীক্ষিত দেবী চৌধুরানী প্রেক্ষাগৃহে আসছে এই শুক্রবার। রামপ্রসাদ সেন চরিত্রে আমার ছোট্ট উপস্থিতি। অনেক অভিজ্ঞতা হলো। বুম্বাদা-শ্রাবন্তীর সঙ্গে স্ক্রীন শেয়ার। আপনারা হলে এসে সিনেমাটি দেখুন। ধন্যবাদ ডিরেক্টর শুভ্রজিৎ মিত্রকে, বিক্রম ঘোষকে।’
গতকাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ‘দেবী চৌধুরানী’ ছবির ট্রেলার শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। তিনি বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা জানান বাংলায়। বিগ বি- এর কাছ থেকে এমন একটি শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত প্রসেনজিৎ শ্রাবন্তী দুজনেই।
প্রসেনজিৎ এবং শ্রাবন্তী ছাড়া বিশেষভাবে নজর কেড়েছেন কিঞ্জল নন্দা। প্রফুল্লর শশুরের ভূমিকা অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। চিরকালের মতো দাপুটে চরিত্রে তিনি অসাধারণ। প্রফুল্লর সতীনের ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক, রঙ্গরাজ চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং নিশি চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ দর্শকরা।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির কোরিওগ্রাফার প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস। উত্তর কলকাতা থেকে বীরভূম, পুরুলিয়া থেকে বিহারের বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শ্যুটিং। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।